Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজে এডুকেশন ডে উদযাপন

হলদিয়া ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজে এডুকেশন ডে উদযাপন
হলদিয়া ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজে পড়ুয়া থেকে শিক্ষকরা সোমবার ন্যাশনাল ফার্মেসি এডুকেশন ডে উদযাপন করল। আধুনিক ফার্মেসি শিক্ষার জনক মহাদেব লালা শ্রফের জন্মদিন উপলক্ষে | এই …

 


হলদিয়া ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজে এডুকেশন ডে উদযাপন


হলদিয়া ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজে পড়ুয়া থেকে শিক্ষকরা সোমবার ন্যাশনাল ফার্মেসি এডুকেশন ডে উদযাপন করল। আধুনিক ফার্মেসি শিক্ষার জনক মহাদেব লালা শ্রফের জন্মদিন উপলক্ষে | এই দিনটিকে ফার্মেসি এডুকেশান ডে স্বীকৃতি দিয়েছে ফার্মেসি কাউন্সিল অব ইন্ডিয়া ৷ সেই নির্দেশমত এবছর ৬ই মার্চ হলদিয়া এইচআইটি কলেজ ক্যাম্পাসে | পালিত হল ফার্মেসি ডে। এই দিন দিনভর নানা ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহন করে কলেজের পড়ুয়ারা। কলেজের প্রিন্সিপাল সুমন পট্টনায়েক বলেন, এই দিনটির গুরুত্ব তুলে ধরতে পড়ুয়াদের বিতর্কসভা, | পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতা করা হয়। ন্যাশনাল ফার্মেসি এডুকেশন ডে উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য পোস্টার কম্পিটিশান হয়েছিল। সেখানে প্রথম হয শাশ্বতী প্রধান, দ্বিতীয় হয় যুগ্মভাবে সৌম্য ঘোড়ই, শ্রেয়শ্রী পাত্র, যুগ্মভাবে তৃতীয় হয় বিষ্ণুদেব দাস ও সায়ন্তনী কাপাস। পড়ুয়ার সুন্দর সুন্দর গান গেয়ে দিনটিকে উপভোগ করল।

No comments