Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বনির্ভরতার লক্ষ্যে মহিলাদের টেলারিং মেশিন

স্বনির্ভরতার লক্ষ্যে মহিলাদের টেলারিং মেশিন
হলদিয়া বন্দর : বৃহস্পতিবার হলদিয়া ব্লকের দেউলপোতায় গ্ৰামীণ এলাকার মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে টেলারিং মেশিন তুলে দেওয়া হল।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ অনুমোদিত হলদিয়া…

 




স্বনির্ভরতার লক্ষ্যে মহিলাদের টেলারিং মেশিন


হলদিয়া বন্দর : বৃহস্পতিবার হলদিয়া ব্লকের দেউলপোতায় গ্ৰামীণ এলাকার মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে টেলারিং মেশিন তুলে দেওয়া হল।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ অনুমোদিত হলদিয়া অভ্যুদয়ের আয়োজন এবং ইন্দোরামা ইণ্ডিয়া সংস্থার আর্থিক সহযোগিতায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার এবং দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের মোট ৫০ জন টেলারিং প্রশিক্ষনার্থীদের হাতে মেশিন ও টেবিল তুলে দেওয়া হয়।অভ্যুদয় সংস্থার ইনচার্জ রণজিৎ দোলুই বলেন, "পঞ্চাশ জন মহিলাকে ৬ মাসের ট্রেনিং দেওয়ার পর মেশিন তুলে দেওয়া হয়েছে।মোট খরচ হয়েছে ১৯ লক্ষ টাকা।এর ফলে আগামীদিনে তাঁরা বাড়িতে বসে অর্থ উপার্জন করে পরিবারকে সহযোগিতা করতে পারবে।" বারুইপুরের বাসিন্দা মৌসুমী মণ্ডল বলেন,"আমাদের জেলা থেকে মোট ২০ জন এই ট্রেনিং নিয়েছিলাম।অভ্যুদয় হলদিয়ার অন্তর্গত গুচ্ছ সমিতি বারুইপুর মদারহাট ঋতপদ গ্ৰামন্নোয়ন কেন্দ্রে এই ট্রেনিং হয়েছিল।" নতুন মেশিন পেয়ে খুশি সকলেই।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দোরামা ইণ্ডিয়ার জেনারেল ম্যানেজার সৌরভ ভট্টাচার্য,প্রোজেক্ট ম্যানেজার চন্দন পণ্ডা,লক্ষ্যা গ্ৰাম পঞ্চায়েত-২ উপপ্রধান সুদর্শন মান্না,অভ্যুদয়ের সম্পাদক প্রণব বেরা প্রমুখ‌।

No comments