Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

The one self Sree Aurobindo.- অনুবাদক : মনোজিৎ দাস

The one self Sree Aurobindo.-অনুবাদক : মনোজিৎ দাস
একজনের  ছলনায় সবাই প্রতারিত হয় অথচ প্রতিটি চিন্তা তার নিজের,নিজের ইচ্ছায়।বিদ্বেষীরা জানে সে কাউকে ঘৃণা করেন নাভালোবাসারজন জানে সে নিজেকে ভালোবাসে না।
অনেক শরীরের মধ্যে একজন বিরা…

 




 The one self Sree Aurobindo.-

অনুবাদক : মনোজিৎ দাস


একজনের  ছলনায় সবাই প্রতারিত হয়

 অথচ প্রতিটি চিন্তা তার নিজের,নিজের ইচ্ছায়।

বিদ্বেষীরা জানে সে কাউকে ঘৃণা করেন না

ভালোবাসারজন জানে সে নিজেকে ভালোবাসে না।


অনেক শরীরের মধ্যে একজন বিরাজ করে,

এখানে কৃষ্ণ বাঁশি বাজান সবুজ বনানীর মাঝে,

এখানে শিব বসে থাকেন জটপাকানো  চুলে ছাই লেপন করে।

কিন্তু শিব ও কৃষ্ণ একই ভগবান।


আমাদের মধ্যে কৃষ্ণ ও খুজেঁ বেড়ায় ভালোবাসা ও আনন্দ

আমাদের শিব ও সংগ্রাম করে চলেছে পৃথিবীর দুঃখকে বহন করতে।

একজনই সমস্ত সহ্য করে বিরক্তিকর ব্যাপার গুলোকে,

যন্ত্রনায় সে কেঁদে ওঠে তার ভাগ্যের পরিত্রাণ পেতে।


আমার প্রতিদ্বন্দ্বীর পতন হয়,

আমার নিজের মর্যাদাহানি হয়,

আমি তাকিয়ে থাকি আমার শত্রুর দিকে - 

এবং শ্রীকৃষ্ণের মুখ দেখতে পাই অবশেষে।।

No comments