Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কল আছে জল নেই সমস্যায় এলাকার প্রায় চল্লিশটি পরিবার

কল আছে জল নেই। পানীয় জল থেকে বঞ্চিত পাঁশকুড়ার জগৎপুরের বাগানপাড়া এলাকার প্রায় চল্লিশটি পরিবার


কল আছে জল নেই সমস্যায় এলাকার প্রায় চল্লিশটি পরিবারদীর্ঘদিন ধরেই পানীয় জল থেকে বঞ্চিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জগতপুর বাগানপাড…

 




কল আছে জল নেই। পানীয় জল থেকে বঞ্চিত পাঁশকুড়ার জগৎপুরের বাগানপাড়া এলাকার প্রায় চল্লিশটি পরিবার




কল আছে জল নেই সমস্যায় এলাকার প্রায় চল্লিশটি পরিবার

দীর্ঘদিন ধরেই পানীয় জল থেকে বঞ্চিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জগতপুর বাগানপাড়া এলাকার মানুষজন। টিউবয়েল থাকলেও দীর্ঘদিন বিকল হয়ে পড়ে রয়েছে, ২০১৮ সালে সজল ধারা প্রকল্পের ঘরে ঘরে জলের ট্যাপ দিলেও জল কিন্তু মেলেনি। পানীয় জল দূর থেকে তাদের আনতে হয় খাওয়ার জন্য, নয়তো পুকুরের জল খেয়েই তারা দিন যাপন করছেন। প্রায় চল্লিশটি পরিবার পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে।

পুকুরের জলেই রান্না থেকে শুরু করে জল ফুটিয়ে খেতে হচ্ছে তাদের। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। দীর্ঘ তিন বছর ধরে তাঁদের পুকুরের জল খেতে হয়।

এক প্রকার কষ্টের দিন কাটছে এলাকার মানুষজনদের। 

পুকুরের জল খেয়েই শরীর খারাপ হয় শিশু থেকে শুরু করে বেশিরভাগ মানুষজনদের তবুও উপায় না পেয়ে বাধ্য হয়ে কুকুরের জলে ভরসা করছেন তারা।

No comments