Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গানে গানে রবীন্দ্রনাথ মনোজিৎ দাস ( পর্ব - ১৬)

গানে গানে রবীন্দ্রনাথ মনোজিৎ দাস ( পর্ব - ১৬)
 " তুমি নব নব রূপে এসো প্রাণে,এসো গন্ধে বরণে এসো গানে।।...... 
  তোমায় নতুন করে পাব বলে হাত বাড়িয়ে আছি, বরণ করে নেবো আমি ,আমার হৃদয়ে। ' সকল কর্ম - অবসানে ' আমি ঘুমিয়ে…

 



 গানে গানে রবীন্দ্রনাথ 

মনোজিৎ দাস ( পর্ব - ১৬)


 " তুমি নব নব রূপে এসো প্রাণে,

এসো গন্ধে বরণে এসো গানে।।...... 


  তোমায় নতুন করে পাব বলে হাত বাড়িয়ে আছি, বরণ করে নেবো আমি ,আমার হৃদয়ে। ' সকল কর্ম - অবসানে ' 

আমি ঘুমিয়ে যাব তোমার আগমনে,

জোছনামাখা কুসুমকাননে

কবে উঠব ফুটে তোমার চরণে,

এইটি আমার চিরজন্মের আশা ।

ঐশ্চর্যে তুমি অসীম।অচিন্তনীয় তোমার মহিমা। সকলের সীমা আছে কিন্তু প্রেমের সীমা নাই।তোমার অযাচিত করুণা তোমাকে বিশ্বের দুয়ারে স্রষ্টা ও সৃষ্টির রূপ দিয়েছে।

" এসো চিত্তে সুধাময় হরষে,

এসো মুগ্ধ মুদিত দু ' নয়নে "।

হে করুণাময়! তুমি আমার জন্যে তোমার হৃদয় দুয়ার খুলে দাও। চিন্তা সাগরে আমি  তোমায় জন্যে যখন ডুব দেবো,তখন আমি ফুটে উঠব।

       আমাদের এক জীবনে সব কিছু শেষ হয়ে যায় না, আত্মা চুপ চাপ বসে থাকে এবং আনন্দ করে ভগবানের সাথে ।

Not soon is God's delight in us completed,

Nor with one life we end ;

Termlessly in us are our spirits seated 

And termless joy intend. ( Rebirth / Sri Aurobindo ).

" এসো এসো হে বিচিত্র বিধানে।

এসো দুঃখে সুখে,এসো কর্মে,

এসো সকল কর্ম অবসানে।। "


আমার সুখে দুঃখে আর সব কাজের মধ্যে যেন তোমাকে পাই।

' তোমার ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে ' ।


রবিঠাকুরের গানের মাঝে শেষের মধ্যে অশেষ আছে।

এ যেন জীবন বিস্মৃতির গান। রবীন্দ্রনাথের কাছে মহামন্ত্র আত্ম নিবেদন  - তাঁর গানে গানে।কি অদ্ভুতভাবে গানের প্রতিটি শব্দ ও লাইন।

নিরবচ্ছিন্ন আনন্দের ধ্যান, মৃত্যুর অমৃতরূপ দর্শন - গীতাঞ্জলির পাতায় পাতায়।।

No comments