Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সমবায় সমিতির ভোটে জয় জয়কার রাম - বাম জোট

সমবায় সমিতির ভোটে জয় জয়কার রাম - বাম জোট
নন্দকুমারের পর এবার এগরা। সমবায় সমিতির ভোটে জয় জয়কার রাম - বাম জোট। কার্যত খাটা খুলতেই পারলো না ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিত…

 




সমবায় সমিতির ভোটে জয় জয়কার রাম - বাম জোট


নন্দকুমারের পর এবার এগরা। সমবায় সমিতির ভোটে জয় জয়কার রাম - বাম জোট। কার্যত খাটা খুলতেই পারলো না ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির ভোটে জয় জয়কার প্রগতিশীল সমবায় জোটের প্রতিনিধিরা। এদিন নস্করপুর সমবায় সমিতির মোট ভোটার ৯২৪। ভোট পোল হয়েছে ৮২৭ টি। আসন সংখ্যা ছিল ৯ টি। নটি আসনেই বিপুল ভোটে জয়ী রাম-বাম ও জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা। এদিন নির্বাচন উপলক্ষে সকাল থেকেই আটবাটি হাইস্কুলে ব্যাপক সংখক এগরা থানার পুলিশ মোতায়েন ছিল। ভোটে জেতার পর গেরুয়া আবির মেখে জয় শ্রী রাম ধ্বনি তুলে উল্লাসে মাতলো বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি বামেদের তরফে একে অপরকে লাল তিলক লাগিয়ে ইনকিলাব স্লোগান তুলে উল্লাসে মাতলো। বিরোধীদের দাবী, আগামী পঞ্চায়েত ভোটে এই ভাবে জোট করেই তৃণমূলের বিরুদ্ধে প্রদ্বন্দ্বিতা করে পঞ্চায়েত দখল করবে। তবে বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির।

No comments