Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল - মনোজিৎ দাস

ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল -মনোজিৎ দাস !!
" ওরে ভাই,ফাগুন লেগেছে বনে বনে - ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,আড়ালে আড়ালে কোণে কোণে .....ঋতু পর্যায়ের গান। বসন্ত ঋতু।শাল - পলাশের লাল রং, শিমূল - করবীর  দখিনা ব…

 




ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল -

মনোজিৎ দাস !!


" ওরে ভাই,ফাগুন লেগেছে বনে বনে - 

ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,

আড়ালে আড়ালে কোণে কোণে .....

ঋতু পর্যায়ের গান। বসন্ত ঋতু।শাল - পলাশের লাল রং, শিমূল - করবীর  দখিনা বাতাসের লুটোপুটি,মহুয়া ফল ও ফুলের আগ্রান মনকে বিহুলিত করে। জীর্ণ আবর্জনাকে পুড়িয়ে, আম্র - কুঞ্জে বাজবে দুটি হৃদয়ের অফুরান করতালি।

'Evil is good in the making ' শীত হচ্ছে বসন্ত  -  সম্ভাব্য কাব্যের খসড়ার পাতা। নিত্য নতুন বেশে প্রকৃতির আগমন।

" তোরা আয়রে তবে মাতরে সবে আনন্দে আজ নবীন প্রাণের সাগরতীরে " । বাউল মনে বেজে ওঠে বসন্তের দোল।

এই গানের পরের লাইনে কবি লিখেছেন : ' রঙে রঙে রঙিল আকাশ,গানে গানে নিখিল উদাস ' - কি সুন্দর ভাবে palilogy ব্যাবহার করেছেন।আবার এর মধ্যে আমরা simile ও লক্ষ্য করি,গানে গানে নিখিল উদাস '। অপূর্ব ভাষা ও ভাষার বর্ণমালা। পুরোটাই রঙিন - বসন্ত উৎসবের মতো। আড়ালে আড়ালে কোণে কোণে ফাগুনের সমারোহ।

অন্য একটি গানে কবির আর্তি : " এই উদাসী হওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে;

আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরণে দিয়েছে  - 

লহো লহো করুন করে ......

গানের অনুশীলনে জীবনের অনুশীলন অর্থাৎ গান হোলো জীবন 

দীপিকা,তার আলোকে জীবনের আলোকদর্শন।জীবনে দিবানিশি সব ফুল তোমার চরনে উৎসর্গ করি।

       জীবন যেখানে পূর্ন,বাঁচার মতো করে যেখানে বাঁচতে শিখেছি,সেখানে অমাদের পূর্ন প্রস্ফুটিত প্রাণ পদ্মে আনন্দের মধু সদাই টলমল করছে, সেখানে আমাদের অস্তিত্ব গানের মত বাজে।

তাই এই বসন্তের হোলি তে গুরুদেবের গানে মূর্ছনা জাগুক :

" ওরে ভাই,ফাগুন লেগেছে বনে বনে - 

ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে,

আড়ালে আড়ালে কোণে কোণে ..........।

No comments