রাজস্থানী খাবারের স্বাদ এখন হলদিয়াতে হলদিয়ায় রাজস্থানী নিরামীষ খাওয়ার মঙ্গলবার হলদিয়ার দুর্গাচকের খঞ্জনচকে বালাজী রাজস্থান ভোজনালয়-এর শুভারম্ভ হল।উপস্থিত ছিলেন রমেশ জী শর্মা (দাঁদন) ইকো বস্তুজ ইনফ্রা প্রা. লি. গৌহাটী, আমাম…
রাজস্থানী খাবারের স্বাদ এখন হলদিয়াতে
হলদিয়ায় রাজস্থানী নিরামীষ খাওয়ার মঙ্গলবার হলদিয়ার দুর্গাচকের খঞ্জনচকে বালাজী রাজস্থান ভোজনালয়-এর শুভারম্ভ হল।উপস্থিত ছিলেন রমেশ জী শর্মা (দাঁদন) ইকো বস্তুজ ইনফ্রা প্রা. লি. গৌহাটী, আমাম।সেক্ মহম্মদ আরিফ হোসেন (মভাপতি, হলদিয়া শহর তৃণমুল মাইনোরিটি (মল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রীতা পাত্র, হলদিয়া লজ, হলদিয়া শ্রীমতী মিঠু দেবনাথ, প্রীতি লজিস্টিক্স, কলকাতা। মোহন অধিকারী বলেন,ডাল বাটি চুরমা,কাডি পকড়া,আলু ভাজা, রুটি,মিক্স ভেজ,বাটার পনি,সাহির পনি, শাকারী সবজি,কার্ডি পকড়া, মকান রুটি প্রভৃতি পাওয়া যাবে। রাজস্থানে স্বাদ এখনো পাওয়া যাবে হলদিয়ায়। সঙ্গে পঞ্চাশজনের বসে খাওয়ার নিরামিষ এবং হিন্দিভাষীদের জন্য হলদিয়াতে উন্মুক্ত হলো বালাজী রাজস্থান ভোজনালয়। এছাড়াও থাকবে বাঙালি খাবার ডাল ভাত সবজি। জানালেন ভূজনালয় কর্ণধার মহাবীর প্রসাদ শর্মা বলেন সকাল ৭ টা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত থাকবে খোলা। অন্যান্য হোটেলের তুলনায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যান্য হোটেলের থেকেও থাকবে কম দাম। আলু পরোটা ধাওয়াই পরেটা পাওয়া যাবে এই ভোজনালয়ে।
No comments