হলদিয়াতে সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল বৈষ্ণবচক সমবায় সমিতির নির্বাচনে ১২ আসনে জয়লাভ করল তৃনমূল। ৬ টি গ্রামের সমিতির সভ্যদের নিয়ে প্রায় ৮০০ ভোটার এই নিবার্চনে ভোট দিয়েছিলেন।নিবার্চন ঘিরে ব্যাপক উৎসাহ ছিল চোখে প…
হলদিয়াতে সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল
বৈষ্ণবচক সমবায় সমিতির নির্বাচনে ১২ আসনে জয়লাভ করল তৃনমূল। ৬ টি গ্রামের সমিতির সভ্যদের নিয়ে প্রায় ৮০০ ভোটার এই নিবার্চনে ভোট দিয়েছিলেন।নিবার্চন ঘিরে ব্যাপক উৎসাহ ছিল চোখে পড়ার মতো।প্রশাসনের তৎপরতা ছিল ভালোই। এই প্রথম সিপিএম নিবার্চনে অংশগ্রহণ করে ভালো ফল করেছে।বিজেপির ভরাডুবি হয়েছে। তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও সিপিআইএম হলদিয়া বিধানসভা ধিরে ধিরে শক্তি বৃদ্ধি হচ্ছে বলে জানান সিপিআইএম নেতৃত্ব অচিন্ত্য শাসমল।
সুতাহাটা ব্লক গুয়াবেড়িয়া অঞ্চল এর অন্তর্গত বৈষ্ণবচক সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের- ১২ টি মধ্যে ১২ পেল।বিজেপি সিপিএম জোট - ৩০ জন প্রতিদ্বন্দ্বী করেছিলেন। বিজেপি ১২ সিপিআইএম ৬ এবং তৃণমূল কংগ্রেস ১২
No comments