Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কর্মবিরতি পালন প্রসঙ্গে কি বললেন কুনাল

সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কর্মবিরতি পালন প্রসঙ্গে কি বললেন কুনাল
 গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন। ফলে যারা সরকারি কর্মচারী তারা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারেন। তার বাইরে যদি কোন সরকারি কর্মচারী অবস্থান পালন করতে চান, ওটা ত…

 


সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কর্মবিরতি পালন প্রসঙ্গে কি বললেন কুনাল


 গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন। ফলে যারা সরকারি কর্মচারী তারা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারেন। তার বাইরে যদি কোন সরকারি কর্মচারী অবস্থান পালন করতে চান, ওটা তাদের ব্যাপার। আমরা শুধু বলবো মানুষের পরিষেবা যেন বাদ হয়ে না যায়। সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কর্মবিরতি পালন প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির তাজপুর সুপারস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত নজরুল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ। এদিন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকীর জেল হেপাজত প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, এটা তো আদালতের বিষয়, আইনের বিষয়। আচমকা বিনা নোটিশে রাস্তা আটকে রাখা, লক্ষ লক্ষ পথযাত্রী, অফিস যাত্রী, নিত্যযাত্রীদের অসুবিধায় ফেলা, তারপর জনতার মধ্য থেকে পুলিশকে আক্রমণ! এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এখানে এখনও অবধি কোন রাজনৈতিক মন্তব্য নেই। ইডির অফিসে আরেক মন্ত্রীকে ডেকে পাঠানো প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, তদন্তের বিষয়। কোন মন্তব্য করবো না। কেন্দ্রের বাজেটকে জনবিরোধী ও 'ছদ্মবেশী রাবণের বাজেট' বলে কটাক্ষ কুনালের। তাঁর দাবি, বাজেটে ছাড় বলে যেটা দেখা যাচ্ছে ঘুরপথে তার দশগুণ মানুষের পকেট থেকে বার করে নিচ্ছে। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত এই নজরুল মেলা। পূর্ব মেদিনীপুর জেলা মেলা, খেলা ও উৎসবে একেবারে ভরপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, মুখপাত্র সুদীপ রাহা, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোর্তিন্ময় কর, রাজ্য সংখ্যালঘু বুদ্ধীজিবী মঞ্চের চেয়ারম্যান ওয়েদুল হক, সুপ্রকাশ গিরি ও তরুণ কুমার জানা এবং শেখ আনুয়ারউদ্দীন প্রমুখ।

No comments