Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌর নির্বাচনে বিরোধীশূন্য করতে আহ্বান- কুনাল

হলদিয়া পৌর নির্বাচনে বিরোধীশূন্য করতে আহ্বান- কুনালআসন্ন পুরসভা নির্বাচনে দলের ফল ২৯-০ টার্গেট পূর্ণ করার উদ্দেশ্যে এবার বুথকর্মীদের রাজনৈতিক সম্মেলন শুরু হচ্ছে হলদিয়ায়। সম্মেলনে তৃণমূল কংগ্রেসের 'মাদার' কমিটির পাশাপাশ…

 


হলদিয়া পৌর নির্বাচনে বিরোধীশূন্য করতে আহ্বান- কুনাল

আসন্ন পুরসভা নির্বাচনে দলের ফল ২৯-০ টার্গেট পূর্ণ করার উদ্দেশ্যে এবার বুথকর্মীদের রাজনৈতিক সম্মেলন শুরু হচ্ছে হলদিয়ায়। সম্মেলনে তৃণমূল কংগ্রেসের 'মাদার' কমিটির পাশাপাশি সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বকেও ডাকা হবে। মূলত দলের সর্বস্তরের সক্রিয় নেতা ও কর্মীদের সমন্বয় করেই পুরনির্বাচনে 'টিম তৃণমূল' তৈরি করে ঝাঁপিয়ে পড়তে চাইছে জোড়াফুল শিবির। সাংগঠনিক রদবদলের পর নবনিযুক্তদের সঙ্গে ঘরোয়া বৈঠকে শুক্রবার বুথভিত্তিক কর্মীদের রাজনৈতিক সম্মেলন শুরুর নির্দেশ দিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। শুধু তাই নয়, দলীয় নেতৃত্বকে এদিন কুণাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন,

“পুরনির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব নিতে হবে স্থানীয় নেতৃত্বকেই। রাজ্য নেতৃত্ব পাশে থাকবে, সঙ্গে থাকবে। আর হলদিয়ার এই পুরভোটে মুখ হবে ভূমিপুত্ররাই।” দলীয় সূত্রে খবর, হলদিয়ায় সংগঠন ও জনপ্রতিনিধিত্বে অনেক নতুন মুখ নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। 

দিনকয়েক আগে হলদিয়া তথা তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূলে বেশকিছু রদবদল হয়। নতুন দায়িত্বে আসা হলদিয়া টাউন তৃণমূলের সভাপতি মিলন মণ্ডল, তমলুক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আজগর আলি পল্টু, জেলা তৃণমূল আইএনটিটিউসির সভাপতি চন্দন দে-কে নিয়ে শুক্রবার বৈঠকে বসেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। যাঁরা আগে এই দায়িত্বগুলিতে ছিলেন সেই টাউন তৃণমূলের সভাপতি স্বপন নস্কর এবং আইএনটিটিইউসির জেলা সভাপতি শিবনাথ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য নেতৃত্ব। দু'জনকেই ঊর্ধ্বতর দায়িত্ব দিয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে নিয়োগ করেছে রাজ্য তৃণমূল। অভিষেক দাসকে রাজ্য তৃণমূল যুবর সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত সকলকেই এদিন শুভেচ্ছা জানিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, “হলদিয়া ও তমলুক সাংগঠনিক জেলায় দল আরও ইতিবাচক, ঐক্যবদ্ধ এবং গতিশীলভাবে এগোবে। জনসংযোগ আরও নিবিড়ভাবে করবে।


No comments