Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মেলায় নজর কাড়ছে ভেষজ উদ্যান'

হলদিয়া কারখানার ভেষজ বাগান মেলায় নজর কাড়ছে 
  শিল্পমেলার মাঝখানে একটি ভেষজ বাগান। বিশল্যকরণী, কৃষ্ণ-তুলসী, অশ্বগন্ধা, সর্পগন্ধা, বনচণ্ডাল, কর্পূর তুলসী, আয়াপান, আজোয়ান, শতমূলী, ঘৃতকুমারীর মতো প্রায় ৫০ রকমের ঔষধি গাছে দেখা মি…

 




হলদিয়া কারখানার ভেষজ বাগান মেলায় নজর কাড়ছে 


  শিল্পমেলার মাঝখানে একটি ভেষজ বাগান। বিশল্যকরণী, কৃষ্ণ-তুলসী, অশ্বগন্ধা, সর্পগন্ধা, বনচণ্ডাল, কর্পূর তুলসী, আয়াপান, আজোয়ান, শতমূলী, ঘৃতকুমারীর মতো প্রায় ৫০ রকমের ঔষধি গাছে দেখা মিলছে ভেষজ বাগানে। মেলায় ঘুরতে আসা উৎসুক দর্শকরা দু’দণ্ড থমকে দাঁড়িয়ে পড়ছেন বাগানের সামনে। কৌতুহলী মানুষজনকে শুধু বাংলার নয়, হিমালয় থেকে সংগ্রহ করা বিরল ঔষধি গাছ চেনাচ্ছেন শিল্পসংস্থার পদস্থ আধিকারিকরা। কেউ গাছ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেয়ে বসলে তার ব্যবস্থাও হচ্ছে। কারখানার নিজস্ব বাগান থেকে ঔষধি গাছ ছোট টবে করে উপহার দিচ্ছেন আধিকারিকরা। শিল্পমেলায় এমন অভিনব উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা হলদিয়া এনার্জি লিমিটেড। শিল্পমেলার গেটে ঢুকেই বাম দিকে এগিয়ে গেলে হলদিয়া এনার্জির প্যাভেলিয়নের সামনে হলুদ বাঁশের বেড়া ঘেরা বাগান নজরে আসবে। তার পাশেই উদ্বাস্তু মহিলাদের বাগানে ফলানো টাটকা সব্জি, ঘরে ভাজা মুড়ি, আচার, বড়ি, জুটের ব্যাগ কিনতে ভিড় করছে মানুষ। সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও প্ল্যান্ট হেড সোমনাথ দত্ত বলেন, শিল্প ও প্রযুক্তির ঘেরাটোপে থেকে হলদিয়ার আজকের প্রজন্ম যাতে প্রকৃতি-বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সেই সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভেষজ বাগান। শিল্প মেলার উদ্বোধন করেছিলেন  রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

No comments