Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারতীয় ডাক বিভাগের কাঁথি ডিভিশনের ৫০ বছর পূর্তি

ভারতীয় ডাক বিভাগের কাঁথি ডিভিশনের ৫০ বছর পূর্তি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে আজ ভারতীয় ডাক বিভাগের কাঁথি ডিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে ভারতের সবচেয়ে পুরনো - ঐতিহাসিক খেজুরি ডাকঘরের উপর একটি পোস্টকার্ড প্রকাশ করা…

 


ভারতীয় ডাক বিভাগের কাঁথি ডিভিশনের ৫০ বছর পূর্তি 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে আজ ভারতীয় ডাক বিভাগের কাঁথি ডিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে ভারতের সবচেয়ে পুরনো - ঐতিহাসিক খেজুরি ডাকঘরের উপর একটি পোস্টকার্ড প্রকাশ করা হয় ও দীঘা সি-বিচের উপর  একটি ডাকটিকিট প্রকাশ করা হয়। এটি প্রকাশ করেন পশ্চিমবঙ্গের চিফ পোস্ট মাস্টার জেনারেল Smt. J. Charukesi. তিনি তার বক্তব্যে খেজুরি ডাকঘরের ইতিহাস ও গ্রামীণ ভারতে ডাক ব্যবস্থার উত্তরোত্তর সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। 

উল্লেখ্য ১৭৭২ খ্রিস্টাব্দে বিদেশ থেকে আগত নাবিক ও যাত্রী সাধারণের খবরাখবর চিঠিপত্র আদান-প্রদানের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অধীনে খেজুরিতে একটি ডাক বিভাগ চালু করে। সেখানেই এই ডাকঘরটি তৈরি করা হয়েছিল। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রিজিয়ানের পোস্টমাস্টার জেনারেল শ্রীমতি শশী শালিনী কুজুর।

No comments