Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মেলা কমিটির তরফে সফল শিল্প সংস্থাগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হল

হলদিয়া মেলা কমিটির তরফে সফল শিল্প সংস্থাগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হলনতুন উদ্ভাবনী উদ‍্যোগ,সৌন্দর্যের পাশাপাশি জনস্বার্থে জনসংযোগ ছিল এবার হলদিয়া মেলার শিল্প প‍্যাভেলিয়নের সামগ্রিক ভাবনা । তার ভিত্তিতে হলদিয়া মেলার আয়োজক সংস্…

 



হলদিয়া মেলা কমিটির তরফে সফল শিল্প সংস্থাগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হল

নতুন উদ্ভাবনী উদ‍্যোগ,সৌন্দর্যের পাশাপাশি জনস্বার্থে জনসংযোগ ছিল এবার হলদিয়া মেলার শিল্প প‍্যাভেলিয়নের সামগ্রিক ভাবনা । তার ভিত্তিতে হলদিয়া মেলার আয়োজক সংস্থা হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটি (এইচডিএ)এবার প্রথম পুরস্কার চালু করেছে । ভারি শিল্প বিভাগে "ইণ্ডিয়ান অয়েল দ‍্য এনার্জি অফ ইণ্ডিয়া" এই থিমের মূল‍্যায়নে প্রথম হয়েছে হলদিয়া রিফাইনারি । জনপরিষেবায় বিভিন্ন পেট্রোপন‍‍্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে প‍্যাভেলিয়নে । হলদিয়া রিফাইনারিতে উৎপাদিত সমস্ত পেট্রোপন‍্য প‍্যাভেলিয়নে সাধারণ মানুষের দেখারও সুযোগ করে দেওয়া হয়েছে । প‍্যাভেলিয়নে কুইজ ছিল মেলায় আগত দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ । প্রকৃতি,পরিবেশ,মানুষ সকলের সহাবস্থান বিষয়টির মধ্যে বিজ্ঞান ভিত্তিক সাযুজ‍্য তুলে ধরেছে হলদিয়া এনার্জি লিমিটেড । "পিপল,প্ল‍্যানেট অ‍্যাণ্ড প্রফিট (এনভায়রনমেন্ট,সোসাল অ‍্যাণ্ড গভর্ণ‍্যান্স)" থিমের রূপায়ন ঘটিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে হলদিয়া এনার্জি লিমিটেড । মেলার প‍্যাভেলিয়নে ভেষজ বাগান তৈরী করে আয়াপান,গুলঞ্চ,শতমূলী,বিশল‍্যকরণী সহ বিভিন্ন ওষধি গাছের গুরুত্ব তুলে ধরে তাক লাগিয়েছে এই শিল্প সংস্থা । অন‍্য দিকে হলদিয়া ডক কমপ্লেক্স "গ্লোরিয়াস পাস্ট ভাইব্রান্ট ফিউচার " থিমে হলদিয়া বন্দরের অতীত-বর্তমানের সচিত্র বার্তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনা জানান দিয়েছে । সেই সুবাদে তৃতীয় স্থান দখল করেছে হলদিয়া ডক কমপ্লেক্স । মাঝারি শিল্প বিভাগে প‍্যাভেলিয়ন উপস্থাপনায় প্রথম হয়েছে টাটা পাওয়ার কোম্পানি । তাদের থিম ছিল "লাইটিং আপ লাইভ"। দ্বিতীয় আদানি উইলমার লিমিটেড এবং তৃতীয় হয়েছে টাটা স্টিল । ক্ষুদ্র শিল্প বিভাগে "ক্লিন এনার্জি,গ্রীন এনভায়রনমেন্ট" থিমে প্রথম হয়েছে ইণ্ডিয়ান অয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেড । এই বিভাগে দ্বিতীয় ইলেক্ট্রোস্টিল কাস্টিং লিমিটেড । তৃতীয় এমসিপিআই(মিৎসুবিশি) । ১২ ই ফেব্রুয়ারি রবিবার মেলার মূল মঞ্চে হলদিয়া মেলা কমিটির তরফে সফল শিল্প সংস্থাগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ।  পুরস্কার চালু হওয়ার ফলে আগামী মেলায় আরও ভালো পরিকল্পনা,সুদৃশ‍্য থিম থাকবে বলে বিভিন্ন স্তরের মানুষ আশা করেছেন  ।

No comments