Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Haldia police "পৌরসভার স্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় তদন্তে ১৬ জন পৌর কর্মীকে ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হল।"

"পৌরসভার স্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় তদন্তে ১৬ জন  পৌর কর্মীকে ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হল।"
রাজ্য রাজনীতিতে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম সেইসময় পুরসভার স্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় তদন্ত…




 "পৌরসভার স্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় তদন্তে ১৬ জন  পৌর কর্মীকে ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হল।"


রাজ্য রাজনীতিতে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম সেইসময় পুরসভার স্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় তদন্ত শুরু করল ভবানীপুর থানার পুলিশ।হলদিয়া পুরসভার ঘটনা।পুলিশ সূত্রে খবর ২০১৮ - ১৯ সালে দুই দফায় হলদিয়া পুরসভায় ১৮ জন স্থায়ী কর্মী নিয়োগ হয়েছিল।এর মধ্যে ছিল ইঞ্জিনিয়ার,আধিকারিক ও চতুর্থ শ্রেনীর কর্মী।এই কর্মী নিয়োগে দ্বায়িত্বভার দেওয়া হয়েছিল একটি বেসরকারি সংস্থাকে।ওই বেসরকারি সংস্থার অন্যতম ডিরেক্টের ছিলেন ওই সময়কালে হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদকের স্ত্রী লোপা আদক‌।এছাড়াও অন্য দুই অংশীদার ছিলেন শ্যামল আদক ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুণাংশু মুখোপাধ্যায় ও তার বোন কঙ্কনা মুখোপাধ্যায়।প্রথম দফায় ১৩ জন ও দ্বিতীয় দফায় ৫ জন মিলিয়ে মোট ১৮ জন কে নিয়োগ করা হয়। রীতিমতো বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়।কিন্তু অভিযোগ যে সংস্থাকে দ্বায়িত্ব দেওয়া হয় সেই সংস্থা ভুয়ো শংসাপত্র দেখিয়ে কাজের বরাত নেয়।এই নিয়োগে কতজন অংশগ্রহণ করেছিল কিংবা কতজন আবেদন করেছিল বা পরীক্ষা দিয়েছিল এই সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি বলে দাবি পুলিশের।২০২২ সালে ২৩শে নভেম্বর হলদিয়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার তাপস মুখোপাধ্যায় শ্যামল আদকের বিরুদ্ধে স্থানীয় ভবানীপুর থানায় লিখিও অভিযোগ করেছিলেন।ওই অভিযোগের ভিত্তিতে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক ও তাঁর স্ত্রী লোপা আদকের বিরুদ্ধে মামলা শুরু করে ভবানীপুর থানার পুলিশ।সেই মামলাতে শুক্রবার সকাল সাড়ে এগারোটায় ওই সময় নিয়োগ হওয়া ১৬ জন কর্মীকে ভবানীপুর থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়।বাকি দুজনের একজন কাজে যোগ দেননি এবং অন্যজন কাজে ইস্তফা দিয়ে অন্যত্র চলে গেছেন।এদিন মোট ১৬ জন কর্মীকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন ভবানীপুর থানার পুলিশ।এই মামলার তদন্তকারী আধিকারিক তথা হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে। পুলিশ সূত্রে খবর এক এক জন কে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।কীভাবে নিয়োগ হয়েছিল সেই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল বলে সূত্রের খবর।হলদিয়া এসডিপিও রাহুল পাণ্ডে বলেন, "শুক্রবার ১৬জন পুরকর্মীকে ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।"

 

No comments