Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হুগলী নদীর মৎস্য-মাঝিদের নিয়ে সচেতনতা শিবির

হুগলী নদীর মৎস্য-মাঝিদের নিয়ে সচেতনতা শিবির      
হলদিয়া বন্দর নন্দীগ্রামে-১ ব্লকের হুগলী নদীর সংলগ্ন ছোট্ট খাল আসিমেনিয়া। পূর্বে ইতিহাস বলে এই খালে আশি মন ধান বইতে পারে এমন নৌকা আসত। সেই থেকে এই খালের নাম আসিমেনিয়া খাল। আর এই খা…

 



হুগলী নদীর মৎস্য-মাঝিদের নিয়ে সচেতনতা শিবির      


হলদিয়া বন্দর নন্দীগ্রামে-১ ব্লকের হুগলী নদীর সংলগ্ন ছোট্ট খাল আসিমেনিয়া। পূর্বে ইতিহাস বলে এই খালে আশি মন ধান বইতে পারে এমন নৌকা আসত। সেই থেকে এই খালের নাম আসিমেনিয়া খাল। আর এই খাল দিয়ে যায় মৎস্য মাঝিদের নৌকা । এই খালেই থাকে সেকেন্দার মল্লিক, সৈকত আলি শা, সেখ জয়নাল আবেদিন, সেখা জহিরুদ্দিন, সেখ আজানুর রহমান, নিমাই জানা, সঞ্জয় জানা, লাল মোহন জানা প্রভৃতি মৎস্য-মাঝিদের ছোট্ট কাঠের নৌকা। মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন এই মৎস্য-মাঝিদের দল । কিন্তু নদীতে নৌকা নিয়ে মাছ ধরলে যে মোটর বাইকের মতো রেজিস্ট্রেশান ও লাইসেন্স লাগে সে তাদের জানা নেই। প্রায়শই উপকূলরক্ষী বাহিনীর হাতে তাঁরা তাড়া খান কিন্তু বুঝতে পারেননা। তাই রেজিস্ট্রেসান লাইসেন্স সহ নদীর অন্যান্য মাছ রক্ষার অভিযান সফল করতে , মৎস্যসম্পদ রক্ষা করতে এবং মৎস্য-মাঝিদের জীবন জীবিকা রক্ষার্থে কোস্টগার্ডসহ নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের সচেতনতা শিবির অনুষ্টিত হল । এদিনের সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১ উন্নয়ন ব্লকের মৎস্যচাষ সমপ্রসারন আধিকারিক সুমন কুমার সাহু, নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানিসহ উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তাগন । নন্দীগ্রাম-১ উন্নয়ন ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন মৎস্য-মাঝিদের নিয়ে ছোট ছোট সভা করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। হুগলী নদীর মৎস্য মাঝি সেকেন্দার মল্লিক বলেন,  ব্লক মৎস্য আধিকারিক যে ভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমরা অত্যন্ত্য খুশি । এত বছর আসিমেনিয়ার খাল ধরে আমাদের রুজি-রুটি আর সেই খালের মাঝি হিসেবে আমারা পরিচয় পাচ্ছি। ইলিশ মাছ ও ডলফিন সংরক্ষন বিষয় এদিন আলোচিত হয়

No comments