Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েত ভোটের আগে " দিদির সুরক্ষা কবজ" এর মাধ্যমে বাজিমাত করতে চান মমতা

পঞ্চায়েত ভোটের আগে " দিদির সুরক্ষা কবজ" এর মাধ্যমে বাজিমাত করতে চান মমতা
মহিষাদলঃ পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন জনসংযোগ প্রকল্প। রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের ১৫ টি প্রকল্পের সুযো…

 



পঞ্চায়েত ভোটের আগে " দিদির সুরক্ষা কবজ" এর মাধ্যমে বাজিমাত করতে চান মমতা


মহিষাদলঃ পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন জনসংযোগ প্রকল্প। রাজ্যের প্রায় ২ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের ১৫ টি প্রকল্পের সুযোগ সুবিধা। আর তাতে সাহায্য করবে সাড়ে তিন লক্ষ ‘দিদির দূত‘ ।

 নজরুল মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির অন্তর্গত তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে যাবেন। কথা বলবেন মানুষের সঙ্গে। জানাবেন সরকারি প্রকল্পের খুঁটিনাটি। সেই নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় " দিদির সুরক্ষা কবচ" কর্মসূচির মাধ্যমে বাড়ছে জনসংযোগ। শুক্রবার মহিষাদল ব্লকের লক্ষ্যা-২ গ্রামপঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায় ঘুরেন স্থানীয় বিধায়ক তিলককুমার চক্রবর্তী।  এছাড়াও উপস্থিত ছিলেন  লক্ষ্যা- ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শন মাইতি,  লক্ষ্যা-২  গ্রামপঞ্চায়েতের প্রধান সীমা মাইতি। তৃণমূলের অঞ্চল সভাপতি ছবিলাল মাইতি সহ অন্যান্যরা।  এদিন এলাকার সাধারণ  মানুষের সাথে যেমন জনসংযোগ করেন তেমনি এলাকার মন্দির, মসজিদ,  শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য দপ্তরে। এদিন বিধায়ক নিজের হাতে সাধান মানুষকে খাবার পরিবেশন করেন। প্রান্তিক এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা নিজের মুখে শুনে ব্যবস্থা গ্রহনের চেস্টা করেন বিধায়ক তিলককুমার চক্রবর্তী।  এদিন যখন তিনি এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরছেন তখন সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে পুষ্পবৃষ্টি করতে থাকে। বিধায়ক প্রান্তিক এলাকার মানুষের সাথে কথা বলা ও তাদের পাশে থাকায় এলাকার মানুষ ভীষণ খুশি। যদিও এই অভিযোগ লোক দেখানো বলে কটাক্ষ করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা।পঞ্চায়েত ভোটের আগে "দিদির সুরক্ষা কবচ" সাধারণ মানুষের কতটা মন জয় করতে পেরেছে তা সময়ই বলবে।

No comments