হলদিয়া বন্দর: হলদিয়া পৌরসভার নিয়োগ দুর্নীতির মামলায় দুই হেড ক্লার্ক কে ভবানীপুর থানা পুলিশ হলদিয়া পৌরসভা নিয়ে এসে তদন্ত করলপুলিশ সূত্রে খবর, ২০১৮ - ১৯ সালে দুই দফায় হলদিয়া পুরসভায় ১৮ জন স্থায়ী কর্মী নিয়োগ হয়েছিল।এর মধ…
হলদিয়া বন্দর: হলদিয়া পৌরসভার নিয়োগ দুর্নীতির মামলায় দুই হেড ক্লার্ক কে ভবানীপুর থানা পুলিশ হলদিয়া পৌরসভা নিয়ে এসে তদন্ত করল
পুলিশ সূত্রে খবর, ২০১৮ - ১৯ সালে দুই দফায় হলদিয়া পুরসভায় ১৮ জন স্থায়ী কর্মী নিয়োগ হয়েছিল।এর মধ্যে ছিল ইঞ্জিনিয়ার, আধিকারিক ও চতুর্থ শ্রেনীর কর্মী।এই কর্মী নিয়োগে দ্বায়িত্বভার দেওয়া হয়েছিল একটি বেসরকারি সংস্থাকে।ওই বেসরকারি সংস্থার অন্যতম ডিরেক্টের ছিলেন ওই সময়কালে হলদিয়া পুরসভার শ্যামল আদকের স্ত্রী লোপা আদক।এছাড়াও অন্য দুই অংশীদার ছিলেন শ্যামল আদক ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুণাংশু মুখোপাধ্যায় ও তার বোন কঙ্কনা মুখোপাধ্যায়।প্রথম দফায় ১৩ জন ও দ্বিতীয় দফায় ৫ জন মিলিয়ে মোট ১৮ জন কে নিয়োগ করা হয়। রীতিমতো বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। কিন্তু অভিযোগ যে সংস্থাকে দ্বায়িত্ব দেওয়া হয় সেই সংস্থা ভুয়ো শংসাপত্র দেখিয়ে কাজের বরাত নেয়।এই নিয়োগে কতজন অংশগ্রহণ করেছিল কিংবা কতজন আবেদন করেছিল বা পরীক্ষা দিয়েছিল এই সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি বলে দাবি পুলিশের।২০২২ সালে ২৩শে নভেম্বর হলদিয়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার তাপস মুখোপাধ্যায় শ্যামল আদকের বিরুদ্ধে স্থানীয় ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করেছিলেন।ওই অভিযোগের ভিত্তিতে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক ও তাঁর স্ত্রী লোপা আদকের বিরুদ্ধে মামলা শুরু করে ভবানীপুর থানার পুলিশ।সেই ঘটনায় হলদিয়া পৌরসভা হেড ক্লার্ক কৃষ্ণ প্রসাদ দাস তরুণ অধিকারী দুজনকে হলদিয়া পৌরসভা নিয়ে এসে তদন্ত করলো শুক্রবার।
No comments