Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌর এলাকায় পরিচ্ছন্নতা না রাখতে পেরে ধরিয়ে দেওয়া হলো একটি এজেন্সিকে

হলদিয়া পৌর এলাকায় পরিচ্ছন্নতা না রাখতে পেরে ধরিয়ে দেওয়া হলো একটি এজেন্সিকেপূর্ব মেদিনীপুর জেলা শিল্পশহর হলদিয়া পৌরসভায় ১৭থেকে ১৮ আর্থিক বর্ষে হলদিয়া রিফাইনারি একটি ঝাড়ুদার মেশিন গাড়িটি পৌরসভা কে দিয়েছিল প্রায় ৮২ লক্ষ ট…

 



হলদিয়া পৌর এলাকায় পরিচ্ছন্নতা না রাখতে পেরে ধরিয়ে দেওয়া হলো একটি এজেন্সিকে

পূর্ব মেদিনীপুর জেলা শিল্পশহর হলদিয়া পৌরসভায় ১৭থেকে ১৮ আর্থিক বর্ষে হলদিয়া রিফাইনারি একটি ঝাড়ুদার মেশিন গাড়িটি পৌরসভা কে দিয়েছিল প্রায় ৮২ লক্ষ টাকা খরচে। পরবর্তীকালে হলদিয়া পৌরসভা আরো একটি গাড়ি ৮২ লক্ষ টাকার নিজেরা কিনে নেন। সেই সময় দায়িত্বে ছিলেন হলদিয়া পৌরসভার মা মাটি মানুষের সরকারের প্রতিনিধি শ্যামল কুমার আদক। গাড়িটি কাজের থেকে খরচ বেশি হওয়ায় বেশিদিন চালাতে না পেরে পড়েছিল দীর্ঘদিন। দীর্ঘ কয়েক বছর পড়ে থাকা গাড়িকে পুনরায় মেরামত করে হলদিয়া পৌরসভার সিইও সবুজ পতাকা নাড়িয়ে হলদিয়া পৌর এলাকার পরিছন্নতা আনার জন্য ঝাড়ুদার মেশিনের সূচনা করলেন। কটাক্ষ করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন পৌর এলাকায় নির্বাচন সামনে এলাকার মানুষের আইওয়াশ করা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা পৌরসভার দায়িত্বে ছিলেন তারা বুঝেছিলেন ওই গাড়িটি চালানো সম্ভব নয়। পৌর প্রশাসক নিজেরা সেই গাড়িটিকে না রাখতে পেরে পৌর এলাকার পরিছন্নতা বজায়  রাখতে তুলে দেওয়া হল বেসরকারি সংস্থার হাতে। এখন থেকেও শিল্প শহর হলদিয়ার বিভিন্ন এলাকায় ঝাড়ুদার গাড়ি চালাবে এপিপি লজিস্টিক। জানালেন হলদিয়া পৌরসভার সি ইও তাপস মুখোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার ফিনান্স দপ্তরের আধিকারিক দুলাল সরকার সি ও তাপস মুখোপাধ্যায় হলদিয়া  পৌরসভা পৌর কর্মচারীবৃন্দ।

No comments