Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব বাংলা কবিতার উৎসবে সাংবাদিক বৈঠকে প্রাক্তন সংসদ লক্ষ্মণ শেঠ

বিশ্ব বাংলা কবিতার উৎসবে সাংবাদিক বৈঠকে প্রাক্তন সংসদ লক্ষ্মন শেঠ২১ জানুয়ারি ২০২৩সকাল ৯ টা : কবি তমালিকা পঞ্চাশেঠ-এর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে (এইচ আই টি, আর্যভট্ট গ্রন্থাগার প্রাঙ্গণ) সমবেতভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। কবিদের পদযা…

 




বিশ্ব বাংলা কবিতার উৎসবে সাংবাদিক বৈঠকে প্রাক্তন সংসদ লক্ষ্মন শেঠ

২১ জানুয়ারি ২০২৩সকাল ৯ টা : কবি তমালিকা পঞ্চাশেঠ-এর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে (এইচ আই টি, আর্যভট্ট গ্রন্থাগার প্রাঙ্গণ) সমবেতভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। কবিদের পদযাত্রা। সকাল ১১ টা উদ্বোধন পর্ব শ্রী গৌতম ঘোষ, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক (উদ্বোধক)। শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কথাসাহিত্যিক। ড. লক্ষ্মণ চন্দ্র শেঠ, ডি.লিট, প্রাক্তন

বিধায়ক-সাংসদ, প্রখ্যাত রাজনীতিবিদ, প্রধান পৃষ্ঠপোষক। শ্রী শিবাজিপ্রতিম বসু, প্রাক্তন উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যায়, শুভাপ্রসন্ন, প্রখ্যাত চিত্রশিল্পী, নলিনী বেরা, কথাসাহিত্যিক। পদ্মশ্রী বুলা চৌধুরী, প্রাক্তন বিধায়ক, শ্যামলকান্তি দাশ, কবি ও সম্পাদক। আশিস লাহিড়ী, সম্পাদক আইকেয়ার। আশিস গিরি, ডিরেক্টর পূর্বাঞ্চল সংস্কৃতিক কেন্দ্র। চিত্রা লাহিড়ী, কবি। ড. পিকাশপ্রতিম মাইতি, প্রিন্সিপাল, হলদিয়া ইন্সটিটিউট অব হেলথ সায়েন্স। শ্যামল জানা, চিত্রশিল্পী। সায়ন্তন শেঠ, প্রকাশক, আপনজন। সুদীপ্তন শেঠ, সম্পাদক, আপনজন। সুস্মিতা সাউশেঠ, বোর্ড মেম্বার, আইকেয়ার। ড. স্পর্শিতা পণ্ডাশেঠ, চেয়ারপার্সন, আইকেয়ার কালচারাল একাডেমি, প্রমুখ।মঞ্চে সমবেত জাতীয় সংগীতপ্রয়াত সাহিত্যিক, কবি, শিল্পীদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ। বরণ পর্ব ও উদ্বোধন : (গাছে জল ঢেলে), একই সঙ্গে ছবি আঁকবেন চিত্রশিল্পীরা।

উদ্বোধনী সংগীত : আইকেয়ার কালচারাল একাডেমি কয়্যার। প্রকাশ : গৌতম ঘোষ,পরিচালনায় -স্পর্শিতা পণ্ডাশেঠ

বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের সংকলন

প্রাসঙ্গিক কথন : ড. লক্ষ্মণ চন্দ্র শেঠ, ডি. লিট.

অতিথিদের বক্তব্য ও পাঠ।

আপনজন সম্মাননা ২০২৩ : প্রাপক — শ্রী অসীমকুমার জানা সম্পাদক, তীরভূমি।শ্রী রাজকুমার আচার্য, সম্পাদক স্রোত। শ্রী বিনোদ মণ্ডল, গল্পকার। শ্রী আশিস মিশ্র,কবি। স্মারক তুলে দেবেন : ড. লক্ষ্মণ চন্দ্র শেঠ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সায়ন্তন শেঠ,সুদীপ্তন শেঠ।

সংগীত : শ্রী বিকাশ ব্যাপারী।আলোচনা সভা কবি তমালিকা পণ্ডাশেঠ স্মারক বক্তৃতা যুদ্ধ ও সাহিত্য আলোচক : শ্রী চিন্ময় গুহ, প্রাক্তন উপাচার্য, রবীন্দ্রভারতী বিশ্বদ্যিায়, প্রাবন্ধিক চিন্তক।সঞ্চালক: ড. লক্ষ্মণ চন্দ্র শেঠ, প্রাক্তন বিধায়ক-সাংসদ, প্রখ্যাত রাজনীতিবিদ। ( বিকাল ৪টা থেকে ৪.৩০ মি.) : কবিতা পাঠ / আলোচনা ইত্যাদি।

 সভাপতিত্ব করবেন শংকর চক্রবর্তী সুধীর দত্ত নীলাঞ্জন সাণ্ডিলা অনিন্দিতা বসু সান্যাল রূপা মজুমদার মাহমুদ কামাল ছন্দা চট্টোপাধ্যা ফরিদ আহমদ দুলাল রফিকুর রশিদ সন্তোষ ঢালি জাহ্নবি জাইমা শান্তা মারিয়া অজিত পাত্র প্রভাত সিনহা।প্রাণজি বসাক। সংগীত: বনানী ঘোষ।

রিমি মুৎসুন্দি গৌতম দাশগুপ্ত ভাস্বতী গোস্বামী ইন্দিরা দাশ শ্যামল শীল গৌতম গোস্বামী মহুয়া সেনগুপ্ত,মানপ্রসাদ সুব্বা দেন করিমো বিপ্লব উরাং অনাদিরঞ্জন বিশ্বাস আবৃত্তি : শুচিস্মিতা মিশ্র

কবিতা পাঠ / আলোচনা ইত্যাদি এই পর্বের সভাপতি মজিদ মাহমুদ,দীপিকা বিশ্বাস ফাল্গুনী চক্রবর্তী শুচিস্মিতা মহাপাত্র বাপি চক্রবর্তী শুক্লা গাঙ্গুলি বাণী চক্রবর্তী শুভেন্দু বাগচি

বণি অধিকারী শাহিন রিজভি সৌজা সিরাজ শাকিল কালাম আন্না বাবা কেবা তৌফিক তখন

No comments