Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেশপ্রাণ এডুকেশন ফোরামের অায়োজনে শতাধিক দুঃস্হ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণ

দেশপ্রাণ এডুকেশন ফোরামের অায়োজনে শতাধিক  দুঃস্হ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণ

দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর হাতীশাল বাজারে দেশপ্রাণ এডুকেশন ফোরামের অায়োজনে শতাধিক  দুঃস্হ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্র…

 


দেশপ্রাণ এডুকেশন ফোরামের অায়োজনে শতাধিক  দুঃস্হ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণ



দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর হাতীশাল বাজারে দেশপ্রাণ এডুকেশন ফোরামের অায়োজনে শতাধিক  দুঃস্হ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী সেক অমিত।সভায় সকলকে স্বাগত জানান ফোরামের কর্ণধার দীপু খাঁন। মহতী কর্মসূচীর উদ্বোধন করেন প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, বিশিষ্ট শিক্ষক ইমরান অালি খাঁন,সরদা গ্রামপঞ্চায়েতের সঞ্চালক সমীর পান্ডব, ডাঃ বরুণ দাস,সেক ময়তাপ,বাসেদ অালি,সেক সবর,ইকবাল হোসেন, সেক অাবদুল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার অাহ্বান জানান। অভিভাবক,অভিভাকাগণ সহ এলাকাবাসীকে শান্তি,সম্প্রীতি ও সৌহার্দ্যের বাতাবরণ অক্ষুণ্ণ রাখার মাধ্যমে শিক্ষার পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব অারোপ করেন মামুদ হোসেন। দেশপ্রাণ এডুকেশন ফোরামের এই ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। অপরদিকে অযোধ্যাপুর ( হরিজন পল্লী)  ক্লাব পরিবর্তনের অায়োজনে সরস্বতী পূজা উপলক্ষে দুঃস্হ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অায়োজিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী মাখন লাল বাগ।অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, প্রাক্তন প্রধান স্নেহাশিস পাহাড়ী,দীপু খাঁন,পঞ্চায়েত সদস্যা ভবানী কর,শিক্ষিকা দেবী পাহাড়ী,অশোক পাল,দেবাশীষ সার,সন্তু বেরা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।সকলকে ধন্যবাদ জানান ক্লাবের সভাপতি রাকেশ বিশুই ও সম্পাদক সুজি ঘোড়াই।

No comments