Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭ দিনের এই বইমেলার শুভ উদ্বোধন করবেন শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ

৭ দিনের এই বইমেলার শুভ উদ্বোধন করবেন  শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/pbY3uNjYq4U ২৩ জানুয়ারি সোমবার,  সুতাহাটা আজাদ হিন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে লোকশিল্পী ও পড়ুয়াদের নিয়ে ব…

 



৭ দিনের এই বইমেলার শুভ উদ্বোধন করবেন  শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ

ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/pbY3uNjYq4U

 ২৩ জানুয়ারি সোমবার,  সুতাহাটা আজাদ হিন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে লোকশিল্পী ও পড়ুয়াদের নিয়ে বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে হলদিয়া বইমেলা । ৭ দিনের এই বইমেলার শুভ উদ্বোধন করবেন  শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ, সম্পাদক, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র ও সদস্য অছি পরিষদ ,রামকৃষ্ণ মঠ, বেলুড়। অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে থাকবেন শ্রী পূর্ণেন্দু কুমার মাজী ,জেলাশাসক, পূর্ব মেদিনীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী সুপ্রভাত চট্টোপাধ্যায় ,হলদিয়া মহকুমাশাসক ও পুর প্রশাসক, শ্রী অতনু সান্যাল , চিফ জেনারেল ম্যানেজার ও প্লান্ট হেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও এভারেস্ট জয়ী বাঙালি কন্যা  শ্রীমতি পিয়ালী বসাক প্রমুখ। বইমেলার সাধারণ সম্পাদক সুবিমল দাস বলেন মানুষের মধ্যে নতুন নতুন চিন্তা চেতনার বিকাশ, মানুষের মনে জমে থাকা গ্লানিকে পুরোপুরিভাবে বিসর্জন দিয়ে মনকে তরতাজা রাখতে ' বই ' একটি অদ্বিতীয় সম্পদ বলা যেতেই পারে । 'বই ' মানুষের এমন এক বন্ধু যা সমস্ত ভালো ও মন্দ মুহূর্ত গুলিকে অভিযোজন করবার ক্ষমতা তৈরি করে মানুষের মধ্যে। মানুষকে ইতিবাচক পরিবর্তনের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে চারিদিকে ছড়িয়ে থাকা নানান বিষয়ভিত্তিক বই সমূহ ।আর শুধুমাত্র বইকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের জ্ঞান পিপাসু মানুষ যখন একটি প্রাঙ্গণ তলে মিলিত হয় তখন তাকে " বই মেলা "  নামে অভিহিত করা হয়ে থাকে। এক কথায় বয়সী পাঠক পাঠিকা, বিভিন্ন প্রকাশনী সংস্থা, স্থানীয় বই বিক্রেতাদের সাময়িক মিলনের কেন্দ্রস্থল হল এই বইমেলা। হলদিয়া বইমেলায় বই ক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে আয়োজিত হবে বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, পদযাত্রা, প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। 


No comments