Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া চকদ্বীপা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে

হলদিয়া চকদীপা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে
হলদিয়া বন্দর : পঁচাওর বছরে পদার্পন করেছে হলদিয়ার চকদ্বীপা হাইস্কুল।২৩-২৫শে জানুয়ারি তিনদিন ধরে প্লাটিনাম জুবিলি উদযাপনের অনুষ্ঠান হয়।২৩শে জানুয়ারি সোমবার সূচনা অনুষ্ঠা…

 



হলদিয়া চকদীপা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে


হলদিয়া বন্দর : পঁচাওর বছরে পদার্পন করেছে হলদিয়ার চকদ্বীপা হাইস্কুল।২৩-২৫শে জানুয়ারি তিনদিন ধরে প্লাটিনাম জুবিলি উদযাপনের অনুষ্ঠান হয়।২৩শে জানুয়ারি সোমবার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ পুরস্কারপ্রাপ্ত কথাকার নলিনী বেরা,মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী সহ অন্যরা।উৎসব কমিটির সম্পাদক তথা স্কুলের প্রধান শিক্ষক মণিশঙ্কর গিরি বলেন, ১৯৪৯ সাল থেকে পথ চলা শুরু করে হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের চকদ্বীপা হাইস্কুল।২০০০ সালে এই স্কুলের ছাত্র রাজীবুল ইসলাম মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করে।সেই রাজীবুল বর্তমানে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষক।পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময় নিজের স্কুলে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে হাতেকলমে পদার্থ বিজ্ঞানে তালিম দেন গবেষক রাজীবুল।যা আমাদের কাছে অত্যন্ত গর্বের।

অনুষ্ঠানে বইপড়ার সংকট নিরসনে আধুনিক বিজ্ঞানের বহুমাত্রিক প্রয়োগ বিষয়ে আলোচনা সভায় অংশ নিয়েছিল বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ লায়েক আলি খান সহ অন্যরা।

৭৫বছর পূর্তি উপলক্ষে চারুকলা,বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শনী,পত্রিকা প্রকাশ,নাটক,প্রাক্তনী সমাবেশ ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।



No comments