Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বীর সন্ন‍্যাসী স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি শীতবস্ত্র বিতরণ

বীর সন্ন‍্যাসী স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি শীতবস্ত্র বিতরণ   যুগপুরুষ বীর সন্ন‍্যাসী স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি উদযাপন অনুষ্ঠান রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়াতে মর্যাদা সহকারে ও সাড়ম্বরে পালিত হয়আজ ১৪ই জানুয়ারি,২…

 



বীর সন্ন‍্যাসী স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি শীতবস্ত্র বিতরণ 

  যুগপুরুষ বীর সন্ন‍্যাসী স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি উদযাপন অনুষ্ঠান রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়াতে মর্যাদা সহকারে ও সাড়ম্বরে পালিত হয়আজ ১৪ই জানুয়ারি,২০২৩

 ভোরে বৈদিক মন্ত্র উচ্চারণ, গীতা পাঠ ও মঙ্গল আরতির মধ‍্যদিয়ে  যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসবের মাঙ্গলিক ভাবে শুভারম্ভ হয়। 

সারাদিন ধরে পূজা - পাঠ হোম, ভক্তি গীতি পরিবেশন, ভোগ প্রসাদ নিবেদন ও ভক্তদের  মধ‍্যে প্রসাদ  বিতরনের মধ‍্যে ছিল ভাব-ভালবাসা ও ভক্তি।মিশন আশ্রমে তত্বাবোধনে আয়োজিত  

" শিশুদের  মানবিক উৎকর্ষ বিকাশ  কর্মসৃচী" অন্তভূক্ত পড়ুয়াদের নিয়ে শিক্ষাঙ্গনে স্বামী  বিবেকানন্দ এর  প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা সভা ছিল উৎসবের  অসাধারণ কর্মসৃচী। উক্ত আলোচনা সভায়  উদ্বোধনী  সংগীত পরিবেশন করেন দেবী শঙ্কর চ‍্যাটার্জী। ছাত্র-ছাত্রীদের জীবনবোধে স্বামী  বিবেকানন্দের  আদর্শ কতটা প্রাসঙ্গিক এই নিয়ে সভায়  পড়ুয়াদের সামনে  বিস্তারিত আলোচনা করেন পূজ‍্যপাদ শ্রীমৎ স্বামী  বিবেকাত্মানন্দজী (বিবেক মহারাজ) সাধারণ সম্পাদক রামকৃষ্ণ  সারদা মিশন আশ্রম হলদিয়া অনুষ্ঠানের শেষে সমবেত  সমাপ্তি সংগীত পরিবেশন আলোচনা সভায় উপস্থিত কচি-কাচা পড়ুয়া সকলে - স্বামীজির মন্ত্র মোরা ভূলবো না। এই মিশন আশ্রমের আয়োজনে  গত ১২ ই জানুয়ারি  স্বামী বিবেকানন্দের পবিত্র জন্ম দিবস ও জাতীয়  যুব দিবস অনুষ্ঠান হলদিয়া সুতাহাটা সুর্বণ জয়ন্তী ভবনে সাড়ম্বরে পালিত হয় কর্মবীর স্বামী  বিবেকানন্দের জীবন চর্চা বিষয়ক আলোচনা  সভায়  উপস্থিত  বক্তা ছিলেন  প্রতিথযশা সাহিত্যিক ও সুবক্তা বঙ্কিম পুরস্কারে ভূষিত  -  কিন্নর রায় এবং ভারততত্ব বিষয়ক গবেষক ও সুলেখিকা - পূর্বা সেনগুপ্ত, অনুষ্ঠান  সভাপতি আসন অলংকৃত করেন পূর্ব মেদিনীপুর জেলা জন শিক্ষা আধিকারিক  শ্রীমতি মহুয়া পাত্র উপস্থিত  ছিলেন  এছাড়াও স্থানীয় বিদ‍্যালয় ও ক্লাব সংগঠনের শিক্ষক - শিক্ষকা ও কর্মকতা  সহ৭০৯   জন ছাত্র- ছাত্রী  প্রতিনিধিত্ব করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আদৃিতা দোলই।

জীবে প্রেম করে যেই সেই জন সেবিছে ঈশ্বর  এই মহান বানীকে শ্রদ্ধা জানিয়ে  ১০০ জন শারীরিক প্রতিবন্ধীদের হাতে শীতবস্ত্র তুলে দেন বিবেক মহারাজ ও পান্নালাল দাস ও অতিথি বর্গ।

No comments