Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পাশাপাশি কল্পতরু উৎসব

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পাশাপাশি কল্পতরু উৎসব
 ১লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পাশাপাশি কল্পতরু উৎসব। এই প্রতিষ্ঠা দিবসের দিন ও কল্পতরূ উৎসবের দিনে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের অন্তর…

 


তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পাশাপাশি কল্পতরু উৎসব


 ১লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পাশাপাশি কল্পতরু উৎসব। এই প্রতিষ্ঠা দিবসের দিন ও কল্পতরূ উৎসবের দিনে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাউদপুর গ্রামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনের পাশাপাশি এই অনুষ্ঠানের  সূচনা করেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি।  তারপর বিশিষ্ট্য মনীষীদের ছবিতে মাল্যদান করা হয়। এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী উন্নয়নমূলক প্রকল্পের কথা বলেন স্থানীয়  বিধায়ক। পাশাপাশি তিনি বলেন, আজ কল্পতরু উৎসব। আজ আবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। মা কালী যেমন মানুষদের কল্পনার কথা ভেবে তাদের চাহিদা পূরণ করে দেন তেমনি বাংলার মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষদের কল্পনা বাস্তবায়িত করে দেন। গ্রাম বাংলার মনে মনে কল্পনা করতেন যদি মাসে মাসে কিছু আর্থিক সাহায্য পাওয়া যেত। মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই কল্পনার কথা বাস্তবে রূপ দেওয়ার জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেছে। কন্যাদায়গ্রস্থ বাবা মনে মনে ভাবতেন কন্যার বিবাহ জন্য যদি কিছু আর্থিক সাহায্য পাওয়া যেত মমতাময়ী মা সেই কল্পনার কথা বাস্তবে রূপ দেয়ার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করে আর্থিক সাহায্য দেওয়া শুরু করেছে। আজ এই মমতাময়ী মায়ের জন্য বাংলার মানুষ নিশ্চিন্তে আছেন। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মঞ্চে এই বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর এলাকার মানুষদের খাবারের ব্যবস্থা করা হয়। তাদের পাতে স্থানীয় এলাকার বিধায়ক দুপুরের অন্নভোগ তুলে দিয়ে এলাকার তৃণমূলের কর্মীদের এই প্রতিষ্ঠা দিবস থেকে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার বিশেষ বার্তাও দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীপতি প্রধান, জেলা তৃণমূল শ্রমিকেরা সংগঠনের সম্পাদক মির্জা নাসের হোসেন বেগ, ব্লক তৃণমূল শ্রমিক সংঘঠনের সভাপতি শেখ রেজাউল হোসেন,  স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য নিতাই সাউ, সমাজসেবী শেখ হামিদ, তারাশঙ্কর বারিক ও চন্দন জানা প্রমুখ।

No comments