Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শাস্ত্রীয় সঙ্গীতের আসর হলদিয়ায়

শাস্ত্রীয় সঙ্গীতের আসর হলদিয়ায়

হলদিয়া বন্দর: রবিবার হলদি নদীর তীরে টাউনশিপ আইওসি এমপ্লয়িজ ক্লাবের প্রেক্ষাগৃহে হলদিয়া মিউজিক্যাল সার্কেলের উদ্যোগে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।দীর্ঘ ৪৫ বছর ধরে ওই সংস্থা শাস্ত্রীয় …

 




শাস্ত্রীয় সঙ্গীতের আসর হলদিয়ায়



হলদিয়া বন্দর: রবিবার হলদি নদীর তীরে টাউনশিপ আইওসি এমপ্লয়িজ ক্লাবের প্রেক্ষাগৃহে হলদিয়া মিউজিক্যাল সার্কেলের উদ্যোগে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।দীর্ঘ ৪৫ বছর ধরে ওই সংস্থা শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান শিল্প শহর হলদিয়া সহ সারা রাজ্যের বিভিন্ন জায়গায় সঙ্গীত শিল্পী দিলীপ মাইতির নেতৃত্বে করতো।

২০১৬ সালে প্রয়াত হয়েছেন হলদিয়া মিউজিক্যাল সার্কেল কর্ণধার তথা সংগীত শিল্পী দিলীপ মাইতি।বর্তমানে তার ছাত্র-ছাত্রী এবং শুভানুধ্যায়ীরা সকলে মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেন।ওই সংস্থায় বহু ছাত্রছাত্রী তবলা,বেহালা,গিটার সহ বিভিন্ন যন্ত্র সংগীতের তালিম নেয়।অনেকেই দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত রয়েছেন।এদিন সন্ধ্যায় কলকাতার সঙ্গীত শিল্পী অনল চ্যাটাজী গান দর্শকদের মুগ্ধ করে।তিনি জানান রাগ সঙ্গীত নিজের মহিমাতেই আজীবন বেঁচে থাকবে।ডিজে আসবে এবং চলেও যাবে।কিন্তু ইমন,ভূপালি,মালকোশ সবসময় মানুষের মনে থাকবে।

সংগীত পরিবেশন করেন তবলা লহরা পরিবেশন করেন

No comments