Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপায়নের দাবিতে শিক্ষক,অধ্যাপক,শিক্ষানুরাগী,ছাত্রছাত্রীদের নিয়ে মহিষাদলে অবস্থান কর্মসূচি

মহিষাদলে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপায়নের দাবিতে  শিক্ষক,অধ্যাপক,শিক্ষানুরাগী,ছাত্রছাত্রীদের নিয়ে মহিষাদলে অবস্থান কর্মসূচি
পূর্ব মেদিনীপুর জেলার মহাত্মাগান্ধী বিশ্ববিদ্যালয়ের বন্ধ হয়ে থাকা নির্মাণ কাজে সরকারি অর্থ বরাদ্দ করে …

 




মহিষাদলে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপায়নের দাবিতে  শিক্ষক,অধ্যাপক,শিক্ষানুরাগী,ছাত্রছাত্রীদের নিয়ে মহিষাদলে অবস্থান কর্মসূচি


পূর্ব মেদিনীপুর জেলার মহাত্মাগান্ধী বিশ্ববিদ্যালয়ের বন্ধ হয়ে থাকা নির্মাণ কাজে সরকারি অর্থ বরাদ্দ করে দ্রুত শুরু করা এবং সমস্ত শূন্যপদে স্থায়ী অধ্যাপক নিয়োগ করে পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে দ্রুতে পঠন পাঠন চালুর দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সিনেমামোড়ে প্রায় শতাধিক শিক্ষক-অধ্যাপক-শিক্ষানুরাগী-

ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় মহাত্মাগান্ধী বিশ্ববিদ্যালয় রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে। আজকের কর্মসূচিতে কমিটির যুগ্ম সম্পাদক বাসুদেব দাস ও  বিশ্বজিৎ রায় বলেন—

 " জেলা পরিদর্শনকালে মাননীয়া মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলায় নানান প্রকল্পের জন্য এক হাজার কোটি টাকার বরাদ্দ হয়েছে বলে ঘোষণা করলেও আশ্চর্যজনক ভাবে আমরা লক্ষ্য করলাম— অর্থের অভাবে বন্ধ হয়ে পড়ে থাকা মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ পুনরায় শুরুর বিষয়ে তিনি সম্পূর্ণ নিরব দর্শকের ভূমিকা নিয়েছেন৷ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ সহ পূর্নাঙ্গ পরিকাঠামো যুক্ত বিশ্ববিদ্যালয়ের চালুর বিষয়ে তিনি কোনো আশার আলো দেখাতে পারেননি বরং অর্থ বরাদ্দের বিষয়টিকে এড়িয়ে গিয়ে মহিষাদল রাজ কলেজে পঠন পাঠনের জন্য কক্ষ ব্যবহারের নিদান দিয়েছেন, যা শিক্ষিত মহলকে কার্যত হতাশ করেছে৷ বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বারবার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিষয় উত্থাপন করলেও তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন ৷পূর্ব মেদিনীপুরের মতো শিক্ষার ক্ষেত্রে একটি অগ্রণী জেলার  বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ অর্থের অভাবে বন্ধ হয়ে পড়ে থাকা সত্ত্বেও  এ সম্পর্কে মাননীয়া মুখ্যমন্ত্রীর  তৎপরতার ও সদিচ্ছার অভাব সরকারের শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গির প্রশ্নটিকে জনসমক্ষে স্পষ্ট করে দেয়। আমরা দাবি করছি, অবিলম্বে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ সম্পূর্ণ করে স্থায়ী অধ্যাপক নিয়োগসহ পূর্ণাঙ্গ পঠনপাঠণের উপযুক্ত পরিকাঠামো দ্রুত গড়ে তুলতে হবে। এই দাবি না মানলে আমরা জেলা জুড়ে প্রবল আন্দোলন গড়ে তুলবো৷"  

তিনি আরো জানান, "ইতিমধ্যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে জেলা শাসকের নিকট ডেপুটেশন, মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে খোলা চিঠি প্রদান করা এবং স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়েছে।"  এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য জেলার ছাত্র ছাত্রীসহ শিক্ষক-অধ্যাপক-শিক্ষানুরাগী ব্যক্তিবর্গদের এগিয়ে আসার জন্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়৷

আজকের অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন কমিটির  সভাপতি এবং মহিষাদল রাজ কলেজের  অধ্যাপক মানস কুমার মাইতি ৷অবস্থানে বক্তব্য রাখেন  সেভ এডুকেশান কমিটির পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক প্রাক্তন শিক্ষক শুভেন্দু শেখর দাস, শিক্ষক নেতা তপন জানা, ছাত্র শুভঙ্কর প্রামানিক, সুধাব্রত কামিলা, বর্ষা  মানিক প্রমুখ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারাও একই দাবিতে তাদের মত তুলে ধরেন।

No comments