Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গানে গানে রবীন্দ্রনাথ -মনোজিৎ দাস

" আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস,গেলে করব নিবেদন - আমার ব্যাথার পূজা হয় নি সমাপন ........ "
বাইবেলে আছে : ' straight is the gate,and narrow is the way,and few there be that find it '.পৃথিবীর সব ধর্মগুরু এক বা…

 





" আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস,গেলে করব নিবেদন - 

আমার ব্যাথার পূজা হয় নি সমাপন ........ "


বাইবেলে আছে : ' straight is the gate,and narrow is the way,and few there be that find it '.

পৃথিবীর সব ধর্মগুরু এক বাক্যে বলেছেন ,যে পথ মানুষকে ঈশ্বরের পদপ্রান্তে পৌঁছে দেয়,সে পথ ক্ষুরের ধারের মতই শাণিত ও দুর্গম।আর কঠিন বলেই মহাপুরুষেরা পৃথিবীতে এত দুর্লভ।

স্বামী বিবেকানন্দের ভাষায় - অতীন্দ্রিয় তত্বের অনুভূতিই ধর্ম।এই অনুভূতি হল অনাশক্তি।

তাই ভক্ত কবি গাইলেন এই গান ,' আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন - 

মনকে অনাসক্ত করার জন্যে নির্জনতা প্রয়োজন।যেখানে চিত্ত চাঞ্চল্যের কোনো হেতু নেই।

রামকৃষ্ণ পরমহংসের কথামৃতের পাঁচ খণ্ডে নির্জনতা ও sacrifice এর কথা বলা হয়েছে।

No one can acquire for another - not one,

No one can grow for another - not one.

কেউ কাউকে কিছু পাইয়ে দিতে পারে না।নিজেকে অর্জন করতে হয়।

" যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,

আকাশ পানে ছুটবে বাঁধন হারা .......

পূজার হোমানলে সব স্বার্থ বিসর্জন দিয়ে ,নিজেকে perfection করার আকুলতা।একটা নান্দনিক চেতনা না থাকলে কোন সৃষ্টি করা যায় না ।

" তুমি আছো সব চেয়ে,

আছো নিশিদিন

আছো প্রতিক্ষণে,আছো কাছে "( নৈবেদ্য)।

No comments