Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শীতের সন্ধ্যায় গানে গানে ভুবন ভরিয়ে দিল জয়দীপ

শীতের সন্ধ্যায় গানে গানে ভুবন ভরিয়ে দিল জয়দীপহলদিয়া বন্দর : শীতের সন্ধ্যায় প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক মুগ্ধ হয়ে গান শুনছেন।গানের শেষে করতালিতে মুখরিত হচ্ছে গোটা এলাকা। হলদিয়ার সুতাহাটার বাসিন্দা জয়দীপ চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠ…

 



শীতের সন্ধ্যায় গানে গানে ভুবন ভরিয়ে দিল জয়দীপ

হলদিয়া বন্দর : শীতের সন্ধ্যায় প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক মুগ্ধ হয়ে গান শুনছেন।গানের শেষে করতালিতে মুখরিত হচ্ছে গোটা এলাকা। হলদিয়ার সুতাহাটার বাসিন্দা জয়দীপ চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠান উপভোগ করতে শিল্পশহর হলদিয়া ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে সঙ্গীতপ্রেমী মানুষ এসেছিলেন।।বাংলা গানের সংকলন ‘পুবের জানালা'।সম্প্রতি মুক্তি পেয়েছে শিল্পী জয়দীপ চক্রবর্তীর এই অ্যালবাম।অ্যালবামে রয়েছে দু'টি নতুন গান। ‘এই যে মুক্তো ঝরার দিন' গানটির কথা ও সুর জয়দীপ চক্রবর্তী নিজেই। ‘জল তার কালো কি' গানের কথা ও সুর সুপান্থ বসুর। সম্প্রতি টাউনশিপে হলদিয়া আইওসি এমপ্লয়ি ক্লাবে ‘চিরায়ত জয়দীপ’ শীর্ষক গানের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের আয়োজক ‘জয়দীপ ফ্যান ক্লাব'এর পক্ষে মানস বসু জানান,শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন শিল্পীর কণ্ঠে সলিল চৌধুরীর ‘কুয়াশা আঁচল খোলো, ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে'র মতো কালজয়ী গানগুলো।প্রায় আড়াই ঘণ্টার অনুষ্ঠান শেষে জয়দীপ জানান,প্রত্যেক শিল্পীর নিজস্ব স্বাধীন গানের ভুবন তৈরি হোক।হলদির তীরে বিভিন্ন শিল্পীর এমন একাধিক অনুষ্ঠান হোক বলে জানিয়েছেন হলদিয়ার সংগীত প্রিয় কবিতা চক্রবর্তী।

No comments