Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সবুজ ক্ষেতের পাশে ক্রিকেট উৎসব ২০২৩

সবুজ ক্ষেতের পাশে ক্রিকেট উৎসব ২০২৩
 হুগলি নদীর তীরে সুতাহাটার আনারপুর সবুজ সংঘের মাঠ যেন ইডেন গার্ডেন্স।গ্যালারি না থাকলেও থিকথিকে মানুষের ভিড় সবুজ মাঠের চারপাশে।মাঠের একদিকে টেন্ট খাটিয়ে দেওয়া হয়েছে গ্রামের মহিলাদের খেলা দেখ…

 



সবুজ ক্ষেতের পাশে ক্রিকেট উৎসব ২০২৩


 হুগলি নদীর তীরে সুতাহাটার আনারপুর সবুজ সংঘের মাঠ যেন ইডেন গার্ডেন্স।গ্যালারি না থাকলেও থিকথিকে মানুষের ভিড় সবুজ মাঠের চারপাশে।মাঠের একদিকে টেন্ট খাটিয়ে দেওয়া হয়েছে গ্রামের মহিলাদের খেলা দেখার জন্য।শীতের দুপুরে রান্না খাওয়া দ্রুত সেরে নিয়ে আশপাশের ৫-৭টি গ্রামের মানুষ উপচে পড়েছে আনারপুর সবুজ সংঘের মাঠে ক্রিকেটের ফাইনাল খেলা উপভোগ করতে।সেখানে খেলছেন উত্তরাখণ্ড,কাশ্মীর,মুম্বাই,ছত্তিশগড়,বিহার,উত্তরপ্রদেশের সহ বিভিন্ন রাজ্যের ক্রিকেটাররা। সুতাহাটা ব্লকের আনারপুর সবুজ সংঘের উদ্যোগে ২৬তম বর্ষের ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয় ১৬টি টিমকে নিয়ে টানা এক সপ্তাহ ধরে।৭ই জানুয়ারি শনিবার ছিল ক্রিকেটের ফাইনাল খেলা।হলদিয়ার ব্লু-স্টারের মুখোমুখি হয় সুতাহাটার কৃষ্ণনগরের শিবশক্তি ইঞ্জিনিয়ারিং সংস্থা।শিবশক্তি ইঞ্জিনিয়ারিং কে ৩৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হলদিয়ার ব্লু-স্টার।ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ব্লু-স্টারের শিবশঙ্কর সামন্ত।চ্যাম্পিয়ন দল পেয়েছে ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা এবং রানার্স দল পেল ট্রফি সহ নগত ২৫ হাজার টাকা।

No comments