Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ

হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ
হলদিয়ায় আদানি কারখানায় শ্রমিক বিক্ষোভশ্রমিকদের নায্য দাবি না পেয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার গেটের সামনে বিক্ষোভ ফেটে পড়লো। হলদিয়ায় তেল প্রস্তুতকারক আদানি কারখানা এক হাজার শ্রমিক কারখানার কাজ ব…

 


হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ


হলদিয়ায় আদানি কারখানায় শ্রমিক বিক্ষোভ

শ্রমিকদের নায্য দাবি না পেয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার গেটের সামনে বিক্ষোভ ফেটে পড়লো। হলদিয়ায় তেল প্রস্তুতকারক আদানি কারখানা এক হাজার শ্রমিক কারখানার কাজ বন্ধ রেখে কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখায়। 

 আদানি উহলমার 2 তে শ্রমিক বন্ধুরা  COD করা  হচ্ছে না কেনো বলে হঠাৎ করে কিছু বন্ধু কাজ বন্ধ করে দেন। তার সমাধানের জন্য তমলুক সাংগঠনিক জেলার INTTUC সভাপতি  শিবনাথ  সরকার , জেলা সম্পাদকদ্বয় সুদীপ্ত ভক্তা, মেহেবুব রহমান, সদস্য সুমন কল্যান মিশ্র , ও আধিকারিকরা শ্রমিকদের বোঝানোর পরে ধর্মঘট প্রত্যাহার করে নেন।

প্রসঙ্গত, নবান্ন থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকে মাথায় রেখে একটি কমিটি গঠন করে দিয়েছেন। প্রত্যেকটি কারখানার সিওডি করার জন্য । এবং কারখানায় নিয়োগ পদ্ধতি করবে এই কমিটি।সে অনুযায়ী প্রত্যেকটি কারখানার সিওডি কাজ চলছে। কিন্তু হলদিয়া আদানি ১ নম্বর কারখানার শ্রমিকদের সিওডি না হওয়ায় বিক্ষোভ দেখালেন।কারখানার শ্রমিকদের দাবি, তাদের চাটার ডিমান্ড অর্থাৎ সিওডি যেভাবে হয়েছে সেভাবে তারা ফেসিলিটি পাচ্ছে না। তাদের বেতন সেভাবে পাচ্ছে না। এক বছর আগে সিওডি হয়ে গেল আজও পর্যন্ত তারা সঠিক বেতন পাচ্ছে না বলে অভিযোগ। কারখানার ম্যানেজমেন্ট কে দিনের পর দিন বলেও কোন সূরাহা হয়নি বলে অভিযোগ। আজ ২০ শে জানুয়ারী কারখানার গেটের সামনে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোবে ভেটে পড়ে। বিক্ষোভ কেন্দ্র করে কটাক্ষ করলেন বিরোধী দলের শ্রমিক নেতা প্রদীপ বিজলী তিনি বলেন যেখানে মধু সেখানে মৌচাক ভনভন করে মৌমাছি। এখন শাসক দলের কমিটির সদস্যরা শ্রমিক নিয়োগ করা নিয়ে ব্যস্ত। শ্রমিকরা কাজের মূল্য পাবে কিনা সেদিকে নজর নেই।

No comments