পটাশপুরে তৃণমূলের বড় ভাঙ্গন
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১নং ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের তারট বাজারে বিজেপির অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত, জেলার সহসভাপতি অসীম মিশ্র,জ…
পটাশপুরে তৃণমূলের বড় ভাঙ্গন
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১নং ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের তারট বাজারে বিজেপির অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত, জেলার সহসভাপতি অসীম মিশ্র,জেলা সাধারণ সম্পাদক তাপস দোলে, ও তারট গ্রামের বুথ সভাপতি অন্যান্য নেতৃত্বরা । আর এই সম্মেলন অনুষ্ঠানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, তারট গ্রামের তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি যাদব সামন্ত ও ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বানেশ্বর সামন্ত, সহ ২৫ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যেখানে রাজ্য জুড়ে চলছে দিদির দূত কর্মসূচি আর এই কর্মসূচি চলাকালীন পটাশপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান এমনই ছবি দেখাগেল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের তারট গ্ৰামে ।
No comments