শিল্প শহরে পরিত্যক্ত জায়গা থেকে নবজাতক শিশু উদ্ধার
এক পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করল হলদিয়া মহকুমার প্রশাসন। উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হয়নি । শিল্প নগরী হলদিয়ার দুর্গাচক থানা এলাকা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয় । কুমারচ…
শিল্প শহরে পরিত্যক্ত জায়গা থেকে নবজাতক শিশু উদ্ধার
এক পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করল হলদিয়া মহকুমার প্রশাসন। উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হয়নি । শিল্প নগরী হলদিয়ার দুর্গাচক থানা এলাকা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয় । কুমারচক গ্রামের পুকুরের মধ্যে ভেসে ছিল নবজাতকের দেহ । নবজাতক শিশুকে দেখতে পায় পথ ভ্রমণকারীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দুর্গাচক থানায়। দুর্গাচক থানার পুলিশ এবং স্থানীয় মানুষের সহযোগিতায় পুকুর থেকে নবজাতকের দেহটিকে উদ্ধার করে।
No comments