Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাল্যবিবাহ, শিশু পাচার ও সাইবার অপরাধের বিপদ, ভয়াবহতা এবং তার আইনি সুরাহা সম্পর্কে আলোচনা সভা

হলদিয়া বন্দর ঃ বাল্যবিবাহ, শিশু পাচার ও সাইবার অপরাধের বিপদ, ভয়াবহতা এবং তার আইনি সুরাহা সম্পর্কে আলোচনা সভা হলদিয়া গভঃ স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন (উ.মা.)-এ আইনি সাক্ষরতা তথা আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোগ- জেলা আইন…

 


 হলদিয়া বন্দর ঃ বাল্যবিবাহ, শিশু পাচার ও সাইবার অপরাধের বিপদ, ভয়াবহতা এবং তার আইনি সুরাহা সম্পর্কে আলোচনা সভা

 হলদিয়া গভঃ স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন (উ.মা.)-এ আইনি সাক্ষরতা তথা আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোগ- জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, পূর্ব মেদিনীপুর ; সহায়তা- পঃ বঃ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর; আয়োজক বিদ্যালয়ের NSS ও NCC এর ছাত্র ছাত্রীরা। শিবিরে প্রধান বার্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা সহকারী জেলা ও দায়রা বিচারক সমরেশ বেরা। বিচারক বেরা বিস্তারিতভাবে নবম ও  দশম শ্রেণির প্রায় ৫০০ ছাত্র-ছাত্রীদের সামনে তথ্যসহ বাস্তব উদাহরণ দিয়ে বাল্যবিবাহ, শিশু পাচার ও সাইবার অপরাধের বিপদ, ভয়াবহতা এবং তার আইনি সুরাহা সম্পর্কে আলোচনা করেন।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস ঘটক তাঁর প্রারম্ভিক ভাষনে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিত অাইনি শিবিরের গুরুত্ব ব্যখ্যা করেন। শিবিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরাও শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন।

No comments