Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কর্পোরেট ক্রিকেট লিগ ঘিরে উন্মাদনা শিল্পশহরে

কর্পোরেট ক্রিকেট লিগ ঘিরে উন্মাদনা শিল্পশহরে
হলদিয়া: মকর সংক্রান্তি সন্ধ্যায় কেরলের তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের রেকর্ড জয়ের আনন্দে যখন মাতোয়ারা গোটা দেশ,তখন শিল্পশহর হলদিয়ার দূর্গাচক স্টেডিয়ামে কর্পোরেট ক্রিকেট …

 




কর্পোরেট ক্রিকেট লিগ ঘিরে উন্মাদনা শিল্পশহরে


হলদিয়া: মকর সংক্রান্তি সন্ধ্যায় কেরলের তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের রেকর্ড জয়ের আনন্দে যখন মাতোয়ারা গোটা দেশ,তখন শিল্পশহর হলদিয়ার দূর্গাচক স্টেডিয়ামে কর্পোরেট ক্রিকেট লিগের চূড়ান্ত খেলা দেখতে শীতের সন্ধ্যায় ভিড় জমিয়েছে শহরের ক্রিকেট প্রেমী বহু মানুষ।ইউরেকা স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে হলদিয়ার বিভিন্ন কর্পোরেট সংস্থার মোট ২৮টি দল ক্রিকেট লিগে অংশগ্রহণ করে।গত ১২ই জানুয়ারি বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিনে ক্রিকেট লিগের সূচনা হয়।২৮ টি দলকে তিনটি গ্ৰুপে ভাগ করে দেওয়া হয়।প্রত্যেকটি দল কে কোন গ্ৰুপে থাকবে তা খেলা শুরু কয়েকদিন আগে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।তিনটে গ্ৰুপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে চূড়ান্ত পর্বে পৌঁচ্ছয় মোট ছয়টি দল।তিনটি গ্ৰুপের তিনটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।প্রথম গ্ৰুপে চ্যাম্পিয়ন হয়েছে রিপ্লে সংস্থা এবং রানার্স-আপ জি.এম.বক্সি সংস্থা।দ্বিতীয় গ্ৰুপে চ্যাম্পিয়ন হয়েছে জি.এস.পি সংস্থা এবং রানার্স-আপ ডক্টর সংস্থা।তৃতীয় গ্ৰুপে চ্যাম্পিয়ান আই.ও.সি.এল এবং রানার্স আপ আদানী উইলমার।

No comments