Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! নন্দীগ্রামে খুনের মামলায় সেখ সুফিয়ান, আবু তাহের সহ চার জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি

নন্দীগ্রামে খুনের মামলায় সেখ সুফিয়ান, আবু তাহের সহ চার জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি


ছয়জনের নামে চার্জশিট জমা দিলেন সিবিআই নন্দীগ্রামে খুনের মামলায় সেখ সুফিয়ান, আবু তাহের সহ চার জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি
 নন্দীগ্রামের চি…

 




নন্দীগ্রামে খুনের মামলায় সেখ সুফিয়ান, আবু তাহের সহ চার জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি



ছয়জনের নামে চার্জশিট জমা দিলেন সিবিআই নন্দীগ্রামে খুনের মামলায় সেখ সুফিয়ান, আবু তাহের সহ চার জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি


 নন্দীগ্রামের চিল্লগ্রামে খুনের ঘটনায় চার্জিসিট জমা। ২মে ২০২১ সালের ঘটনা। দেবব্রত মাইতি খুনের ঘটনা। সোমবার হলদিয়া আদালতে সিবিআই সাপ্লিমেন্টারী চার্জসিট জমা দিল।সেখ সুফিয়ান, আবু তাহের, সেখ খুসনবি, আমানুল্লাহ, সেখ সৈয়ম কাজি, সেখ সামসুদ্দোহা এদের নামে চার্জসিট। সেখ সুফিয়ান,  আবু তাহের সহ চার জন সিবিআই এর সাথে তদন্তের সাহায্য না করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন জানায় সিবিআই।  আদালত সেই আবেদন মঞ্জু করেছে। ফলে যে কোনো সময় গ্রেফতার করতে পারে পুলিশ।

তৃণমূলের লিগেল সেল আইনজীবী শামসুল আলম বলেন । সিবিআই উদ্দেশ্য প্রণোদিতভাবে এদের নামে চারসিট দিচ্ছে। প্রকৃত তদন্ত করলে এদের নামে চার্জ শিট দেওয়া হতো না। কোন  রাজনৈতিক দলের অংগুলি হেলোনে নেই চার্জশিট দিল সিবিআই ।তবে উচ্চ আদালতে যাচ্ছেন তিনি বলেন।

রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সিবিআই এর এই ঘটনায় বার বার সভায় তীব্র ধিক্কার জানিয়ে আসছে। নন্দীগ্রামের একাধিক মানুষকে অযথা সিবিআই  হায়রানি করে চলেছে। তার প্রতিবাদ করার কথাও বলেন। তার মাঝে আদালতের রায় যা রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে উঠেছে।

হলদিয়া আদালতে তৃণমূল কংগ্রেস সেল আইনজীবী নুর আলম বলেন নন্দীগ্রাম থানার কেস নম্বর ২২৪/২১ ভিত্তিতে আজ সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে ।এই সাপ্লিমেন্টারি চার্জশিটে ছয়জনের নাম রয়েছে। এই সাপ্লিমেন্টারি যাদের নাম রয়েছেন তারা হলেন। শেখ সুফিয়ান আবু তাহের শেখ আমানুল্লা, শেখ খুসনবী ,শেখ সৈয়মকাজী শেখ সামসুদ্দোহা।তাদের বিরুদ্ধে আইপিসি ১৪৭ ১৪৮ ১৪৯ ৩২৩ ৩২৫ ৩২৬ এবং ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।






নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের মামলায় শেখ সুপিয়ান, আবু তাহের সহ ছয় তৃণমূল নেতার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। সোমবার হলদিয়া এসিজেএম কোর্টে নন্দীগ্রামের প্রথমসারির মোট ছ’জন নেতার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। এর আগে ১৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। এই নিয়ে মোট ২০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে। গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। তাঁদের মধ্যে ১২ জন এখনও জেল হেফাজতে। এদিন তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পুরো ঘটনায় প্রতিহিংসার রাজনীতি দেখছে তৃণমূল। 

আদালত সূত্রে জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে জেলা পরিষদের সহ সভাধিপতি সুপিয়ান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের রয়েছেন। অন্যান্যদের মধ্যে রয়েছেন, কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সোয়েম কাজি, নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখ খুশনবি, কাঞ্চননগর বুথ সভাপতি শেখ আমানুল্লা, সামসাবাদের পঞ্চায়েত সদস্য শেখ সামসুজ্জোহা। সরকারি আইনজীবী স্বপন অধিকারী বলেন, সাপ্লিমেন্টারি চার্জশিটে ছ’জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে সোয়েম কাজি এবং শেখ সামসুজ্জোহা দু’জন সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেছেন বলে তদন্তকারী সংস্থা কোর্টে জানিয়েছে। তাই ওই দু’জনের গ্রেপ্তারি পরোয়ানা চায়নি সিবিআই। বাকি চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারির আর্জি জানায় সিবিআই। চার্জশিটে তাঁদের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। ৩১ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে।

২০২১ সালে ২ মে ভোটের ফল প্রকাশের পরদিন নন্দীগ্রাম-১ ব্লকের চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতির উপর হামলা চালানো হয়। ১৩মে চিকিৎসাধীন অবস্থায় এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ভোট পরবর্তী হিংসা হিসেবে ওই খুনের মামলায় তদন্ত করছে সিবিআই। ওই খুনের মামলায় মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ হাবিবুর, নন্দীগ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী বাইদুল ইসলাম, কেন্দামারি-জালপাই গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ সাহাবুদ্দিন সহ ১২ জন এখনও জেলবন্দি। 

তদন্তে সহযোগিতা না করায় আবু তাহের, শেখ খুশনবি এবং শেখ আমানুল্লার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাহেরের আগাম জামিনও খারিজ হয়েছে। এই অবস্থায় ওই তিন নেতা প্রায় ছ’মাস এলাকাছাড়া। সোমবার তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ায় আরও চাপ বাড়ল। ওই মামলায় একমাত্র শেখ সুপিয়ান সুপ্রিম কোর্টে আগাম জামিন পেয়েছেন। এদিন অবশ্য তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর স্বপন অধিকারী বলেন, শেখ সুপিয়ানকে আবারও জামিন নিতে হবে। 

জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, প্রতিহিংসাবশত এসব করা হচ্ছে। নন্দীগ্রামের তৃণমূল নেতাদের এলাকাছাড়া করে বিজেপি সন্ত্রাস করতে চাইছে। তাই সিবিআইকে দিয়ে এসব করানো হচ্ছে। তবে, আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। অন্যায়ভাবে যাঁরা এসব করছেন সাধারণ মানুষ তাঁদের সব কর্মকাণ্ড দেখছেন। সঠিক সময়ে এর জবাব পেয়ে পাবেন।

তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবী মনসুর আলম বলেন, আগে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল। এদিন আরও ছ’জনের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। কয়েকজনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।

No comments