Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গড় মমতার,সেনাপতি বদল"২০২১ সালে নতুন সরকার গঠনের পর কোনও অভিযোগ হয়নি: পার্থ ভৌমিক

"গড় মমতার,সেনাপতি বদল"২০২১ সালে নতুন সরকার গঠনের পর কোনও অভিযোগ হয়নি: পার্থ ভৌমিক
হলদিয়া বন্দর ঃ চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন।তার আগে ঘর গোছাতে তৎপর শাসকদল।পঞ্চায়েত ও পুর-নির্বাচনে সংখ্যালঘু ভোট ধরে রাখতে মরিয়া তৃন…

 




"গড় মমতার,সেনাপতি বদল"২০২১ সালে নতুন সরকার গঠনের পর কোনও অভিযোগ হয়নি: পার্থ ভৌমিক


হলদিয়া বন্দর ঃ চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন।তার আগে ঘর গোছাতে তৎপর শাসকদল।পঞ্চায়েত ও পুর-নির্বাচনে সংখ্যালঘু ভোট ধরে রাখতে মরিয়া তৃনমূল কংগ্রেস।রবিবার হলদিয়ার সিটি সেন্টারে তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে হলদিয়া শহর তৃনমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের আয়োজনে হলদিয়ার সিটি সেন্টারে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক,প্রাক্তন মন্ত্রী তথা তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র,হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর,শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি স্বপন নস্কর,প্রাক্তন পুর-পারিষদ আজিজুল রহমান,আজগর আলি সহ অন্যরা।সভায় সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "তৃনমূল সরকার একাধিক জনমুখী উন্নয়ন করেছে।কিন্তু এই মেদিনীপুরের এক মির্জাফর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছে।ওকে নিজের সন্তানের মতো স্নেহ করে সমস্ত পদ দেওয়ার পরেও সেই মায়ের পিঠে ছুরি মেরেছে।

আমি পার্থ ভৌমিক চ্যালেঞ্জ করছি, "২১৩ টি বিধায়কের মধ্যে ২১২ জন কে গ্ৰেফতার করে নিক,শুধু একজন সাদা শাড়ি পরা মহিলা থাকলেই হবে।"

পূর্ব মেদিনীপুর জেলায় সেচের অবস্থা খারাপ নিয়ে তিনি মন্তব্য করেন,"এই জেলা থেকে একজন মানুষ বিগত সরকারের সেচ মন্ত্রী ছিলেন তিনি প্রকাশ্যে বলে দিক তিনি সেচ দফতরে প্রবল ভাবে ব্যার্থ"

একদিনের সভায় প্রাক্তন মন্ত্রী তথা তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র বলেন "সংখ্যালঘু পড়ুয়ারা প্রত্যেক বছর স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা এই সরকারের আমলে পাচ্ছে।এর আগের সরকার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পাশে ছিল না।" তিনি আরো বলেন কেন্দ্রের সরকার হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছে।কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দল,মত,ধর্ম নির্বিশেষে উন্নয়ন করছে।"সহ-সভাপতিত্ব করেন হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের সম্পাদক আরিফ হোসেন।

No comments