নন্দীগ্রাম আবগারি সার্কেল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ম
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ম হল নন্দীগ্রাম আবগারি সার্কেল । শনিবার হলদিয়া আবগারি স্টেশনে আয়োজিত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার ১৬ টি আবগারি সার্কেল ব্…
নন্দীগ্রাম আবগারি সার্কেল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ম
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ম হল নন্দীগ্রাম আবগারি সার্কেল । শনিবার হলদিয়া আবগারি স্টেশনে আয়োজিত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার ১৬ টি আবগারি সার্কেল ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করে । প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত আবগারি অধিকর্তা আব্দুল কাদের মোল্লা । পুলিশের কাজের পাশাপাশি খেলাধূলার মাধ্যমে পুলিশ কর্তা,কনস্টেবল সকলের মানসিক বল বজায় রাখতে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন । জানান হলদিয়া আবগারি স্টেশন কর্তা সুদীপ দাস ।
No comments