সিআইটিইউ -হলদিয়া দক্ষিণ রিজিওন্যাল কমিটির উদ্যোগে হলদিয়া পৌর এলাকায় বুথে বুথে পদযাত্রা
সিআইটিইউ -হলদিয়া দক্ষিণ রিজিওন্যাল কমিটির উদ্যোগে ১৯,১৭ নং ওয়ার্ড এলাকায ৭ টি বুথের পাড়ায় পাড়ায়(বাড়ঘাসীপুর,তালপুকুর,ডিঃ ঘাসীপুর,)…
সিআইটিইউ -হলদিয়া দক্ষিণ রিজিওন্যাল কমিটির উদ্যোগে হলদিয়া পৌর এলাকায় বুথে বুথে পদযাত্রা
সিআইটিইউ -হলদিয়া দক্ষিণ রিজিওন্যাল কমিটির উদ্যোগে ১৯,১৭ নং ওয়ার্ড এলাকায ৭ টি বুথের পাড়ায় পাড়ায়(বাড়ঘাসীপুর,তালপুকুর,ডিঃ ঘাসীপুর,) প্রায় ৬ কিলোমিটার পদযাত্রা হয়। পরে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড তালপুকুর মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় ।পদযাএ।র মূল দাবি হলদিয়া শিল্পনগরীকে বাঁচাতে,হলদিয়া পৌরসভার ভোট দ্রুততার সাথে করতে হবে,চোর তোলাবাজ তাড়াও,বাংলা বাঁচাও,উপস্থিত ছিলেন শ্রমিক নেতৃত্ব অচিন্ত্য শাসমল, পরিতোষ পট্টনায়ক,দেবেশ আদক, মহিলা নেত্রী রীনা পাহাড়ী, গুরুপদ পাল, আজিজুর রহমান,ডাঃ ইসরাফিল খাঁন , যুব নেতা নজরুল ইসলাম সহ প্রমুখ নেতৃত্বগন ।
No comments