Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দলের নির্দেশে পদত্যাগ করলেন শান্তিপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রধান সেক সেলিম আলি

দলের নির্দেশে পদত্যাগ করলেন শান্তিপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রধান সেক সেলিম আলি
দলের নির্দেশে পদত্যাগ করলেন শান্তিপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রধান সেক সেলিম আলি।দুর্নীতির অভিযোগে দলের তদন্তে প্রমাণ…

 


দলের নির্দেশে পদত্যাগ করলেন শান্তিপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রধান সেক সেলিম আলি


দলের নির্দেশে পদত্যাগ করলেন শান্তিপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রধান সেক সেলিম আলি।দুর্নীতির অভিযোগে দলের তদন্তে প্রমাণিত হওয়ায় পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল কংগ্রেস নেতা।  তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। প্রসঙ্গত ৩ রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথি সফরে গিয়ে এক ডাকে অভিষেক কর্মসূচী চালু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানেই এই সেলিম আলির বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। আভিযোগ প্রধান থাকা কালিন্ গত কয়েক বছরে একাধিক সম্পত্তি তিনি করেছেন এই 

অভিযোগ পাওয়ার পর থেকেই দলের তরফে অন্ততদন্ত শুরু করা হয়। তদন্ত করতে গিয়ে দেখা যায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সব সত্যি। তাই সেলিম আলিকে প্রধান এর পদ থেকে পদত্যাগ করতে বলা হয় দলের তরফে। ২৭ তারিখ গভীর রাত্রিতে শহীদ মাতাঙ্গিনি ব্লক এর বিডিও অমিত বায়েন এর কাছে পদত্যাগ পাঠান ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, অভিষেক বন্দোপাধ্যায় বারবার রাজনৈতিক সভায় গিয়ে জানিয়ে আসছেন দলের মধ্যে এক ইঞ্চি জমিও দুর্নীতির জন্যও বরাদ্দ করা হবে না। দলের কড়া অবস্থান তৃণমূল কংগ্রেস করলে ঠিকাদারি করা চলবে না। তাই সেলিম আলিকে পদত্যাগ করতে বলা হল। সেই মোতাবেক দলের নির্দেশে সেলিম আলী প্রধান এর পদত্যাগ। আর যা নিয়ে শুরু হয়েছে জেলা জুড়ে চাঞ্চল্য।

No comments