Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!!হলদিয়া মেলা ২০২৩ শুরু হচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত..

হলদিয়া মেলা ২০২৩ শুরু হচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত..ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/136X4srnQu0 করোনাকাল কাটিয়ে ফের দু'বছর পর শুরু হচ্ছে হলদিয়া মেলা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই মেলার …

 





হলদিয়া মেলা ২০২৩ শুরু হচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত..

ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/136X4srnQu0

 করোনাকাল কাটিয়ে ফের দু'বছর পর শুরু হচ্ছে হলদিয়া মেলা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই মেলার আয়োজন করছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ(এইচডিএ)। এবার রানিচক ট্রেড সেন্টারে হলদিয়া মেলা শুরু হচ্ছে ৩ফেব্রুয়ারি, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার এইচডিএর উদ্যোগে হলদিয়া মেলা নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান সংস্থার চেয়ারম্যান জ্যোতির্ময় কর। তিনি বলেন, এবার হলদিয়া মেলার ফোকাস বাংলার শিল্প ও সংস্কৃতি। মেলায় বাংলার হস্তশিল্পের সঙ্গে লোকশিল্পের বৈচিত্র তুলে ধরা হবে। একইসঙ্গে বড় আকারে শিল্প সমাবেশও হবে হলদিয়ার শিল্প বিনিয়োগের চিত্র তুলে ধরতে। ১০দিন ধরে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলার লোকশিল্পীদের পাশাপাশি পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের লোকশিল্পীরাও অংশ নেবেন। হলদিয়া বন্দরের জনক স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিকনায়ক সতীশচন্দ্র সামন্তকে নিয়ে আলাদা প্যাভেলিয়ন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। হলদিয়া বন্দরের জনককে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হবে। কীভাবে প্রাচীন তাম্রলিপ্ত বন্দরের উত্তরসূরী হিসেবে হলদিয়া বন্দর গড়ে সতীশবাবুর উদ্যোগে সেই বিষয়ে এইচডিএ আর্কাইভ তৈরি করছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে এখানে যুক্ত করা হবে। সেই সঙ্গে থাকবে শিল্পের প্যাভেলিয়ন। তবে এবার পুরসভা মেলার সঙ্গে যুক্ত না থাকায় কম বাজেটের মেলা আয়োজন করা হবে। এদিন বিকেলে এইচডিএর কার্যালয় সতীশ সামন্ত ভবনে হলদিয়া মেলা নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, এইচডিএর চেয়ারম্যান, বিধায়ক ও ক্ষুদ্র শিল্প দপ্তরের চেয়ারম্যান সৌমেন মহাপাত্র, সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর, হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, এসডিপিও রাহুল পাণ্ডে, হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল স্বপন নস্কর প্রমুখ। জ্যোতির্ময়বাবু বলেন, হলদিয়া মেলা শিল্পশহরের ঐতিহ্য। মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে সেজন্য বাজেট কমিয়ে এবার মেলার আয়োজন করা হচ্ছে। শেষবার হলদিয়া মেলা হয়েছিল ২০২০সালে। এরপর করোনাবিধি থাকায় দু'বছর মেলা বন্ধ ছিল।

No comments