Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!!চৈতন্যপুরে পথদুর্ঘটনায় আহত ২

চৈতন্যপুরে পথদুর্ঘটনায় আহত ২
পূর্ব মেদনীপুর জেলার শিল্পশহর হলদিয়া বিধানসভা এলাকায় দিনের পর দিন ঘটেই চলছে পথ দুর্ঘটনা । গত কয়েকদিন আগেই জাতীয় সড়ক ব্রজলালচক হাই রোডে পরপর দুজনের মৃত্যু এবং প্রতিদিন লেগে রয়েছে পথ দুর্ঘটনা। পথ …

 




চৈতন্যপুরে পথদুর্ঘটনায় আহত ২


পূর্ব মেদনীপুর জেলার শিল্পশহর হলদিয়া বিধানসভা এলাকায় দিনের পর দিন ঘটেই চলছে পথ দুর্ঘটনা । গত কয়েকদিন আগেই জাতীয় সড়ক ব্রজলালচক হাই রোডে পরপর দুজনের মৃত্যু এবং প্রতিদিন লেগে রয়েছে পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় এড়াতে ভবানীপুর থানার পুলিশ সক্রিয় হচ্ছে । আজ সকালেই চৈতন্যপুর মোড়ে পথ চলতি মানুষকে ধাক্কা মারল মোটরবাইক আহত দুজনেই তাদেরকে সুতাহাটা থানার সিভিক ভলেন্টিয়ার তুলে নিয়ে গিয়ে দুর্গাচক হাসপাতালে ভর্তি করেছেন সূত্রের খবর। সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর মোড় একটি গুরুত্বপূর্ণ মোড়। এই মোড় থেকে স্কুল কলেজ নার্সিং কলেজ মেডিকেল কলেজ এবং কলিকাতা যাওয়ার সব থেকে কম সময়ের রাস্তা। আবার সদর তমলুকে যেতে এই মোড় থেকেই যেতে হয়। কিন্তু মোড়ের কাছে এত বাম্পার যা সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। জাতীয় সড়কের উপর এত বাম্পার নেই আর রাজ্য সড়কের উপরে একসঙ্গে ছখানা সাতখানা বাম্পার যা গাড়ি চালানোর ক্ষেত্রে গাড়ি চালকের সমস্যা, গাড়ির ক্ষয়ক্ষতি এবং পথ চলতি মানুষদেরও সমস্যা হচ্ছে বলে এলাকার মানুষের ক্ষোভ। তৃণমূল কংগ্রেস সুতাহাটা ব্লক সভাপতি অশোক মিশ্র জানান আমরা আলোচনা করছি কিভাবে এই বাম্পার এবং পথ দুর্ঘটনা এড়ানো যায়। চৈতন্যপুর মোড় এর উপর ফুটপাত দখল করে বহু দোকান বসে রয়েছে। বাস ভ্যান টোটো অটো পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পথ চলতি সাধারণ মানুষ নিরাপত্তার অভাব রয়েছে বলে দাবি করেন। ২৪ ঘন্টা ট্রাফিক পুলিশ রয়েছেন সিগন্যাল দেওয়ার জন্য সেখানেও কেন এত দুর্ঘটনা ঘটছে রাজ্য সরকার সেভ ড্রাইভ সেফ লাইফ প্রচার করছেন ।পুলিশের পক্ষ থেকে সারা জেলা জুড়ে প্রচার চলছে। চৈতন্যপুর ও ব্রজলাল চক  দুটি মোড়কে ডিজিটাল সিগন্যাল করার দাবি তুলেন এলাকার মানুষ। পুলিশ থাকা সত্ত্বেও এই দুর্ঘটনা খুবই দুঃখজনক। হলদিয়া উন্নয়ন ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ আলক রঞ্জন দাস বলেন প্রত্যেকটি মোড় ফুটপাত দখল মুক্ত করতে হবে। শিল্পশহরে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে রাজ্য সরকার বহু অর্থ ব্যয় করে রাস্তার সংস্কার করছে। কিন্তু রাস্তা হলেই ফুটপাতের উপরেই বসে যাচ্ছে দোকান। স্থানীয় বাজার কমিটি পথ চলতি মানুষ স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং পুলিশকে এর অগ্রণী ভূমিকা নিতে হবে তা না হলে প্রতিনিয়ত ঘটবে দুর্ঘটনা অবিলম্বে জেলা পুলিশ প্রশাসন নজর দিক। বিশেষ করে চৈতন্যপুর মোড় এবং ব্রজলাল চক মোর ফুটপাত মুক্ত হোক সাধারণ মানুষ রাস্তায় যাতে হাঁটতে পারে নজর দিক স্থানীয় ও জেলা প্রশাসন।

No comments