Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 15, 2025

Weather Location

Breaking News:
latest

কিশোর বাহিনীর পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চদশ শিবির

কিশোর বাহিনীর পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চদশ শিবিরপূর্ব মেদনীপুর জেলার শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ভবানীপুর মিলন স্কুল মাঠে কিশোর বাহিনীর রাজ্য পঞ্চদশ শিবির অনুষ্ঠিত হবে। ২৭ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে শিব…

 





কিশোর বাহিনীর পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চদশ শিবির

পূর্ব মেদনীপুর জেলার শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ভবানীপুর মিলন স্কুল মাঠে কিশোর বাহিনীর রাজ্য পঞ্চদশ শিবির অনুষ্ঠিত হবে। ২৭ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে শিবির। উদ্বোধন করবেন প্রাক্তন উপাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ডঃ পবিত্র সরকার প্রধান অতিথি বিশিষ্ট সংগীত শিল্পী সুরকার কল্যাণ সেন বরাট। আয়োজন করেছেন কিশোর বাহিনী পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পারিজাত শাখা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সারা বাংলা নাটক প্রতিযোগিতা মানব পুতুল নাটক পুরুলিয়ার ছৌ নিত্য উৎপল ঘোষ জি বাংলা খ্যাত কৌতিক শিল্পী বিভিন্ন সালের রঙিন নৃত্যনাট্য আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র মঞ্চ অভিনেতা চন্দন সেন বরাট কিশোর বাহিনীর এই অনুষ্ঠানকে ঘিরে শ্যামাচরন মিলন বিদ্যাপীঠ ময়দা সেজে উঠেছে।

No comments