Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতি মাসের ৭ তারিখের মধ্যে চাই সেফটি পরামর • রাম "উদ্যে অডিট রিপোর্ট, নির্দেশ কারখানাগুলিকে

প্রতি মাসের ৭ তারিখের মধ্যে চাই সেফটি পরামর • রাম "উদ্যে অডিট রিপোর্ট, নির্দেশ কারখানাগুলিকে
শিল্পসংস্থাগুলিকে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সেফটি অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল হলদিয়ার কারখানা পরিদর্শকের দপ্তর। হলদিয়ার…

 





প্রতি মাসের ৭ তারিখের মধ্যে চাই সেফটি পরামর • রাম "উদ্যে অডিট রিপোর্ট, নির্দেশ কারখানাগুলিকে


শিল্পসংস্থাগুলিকে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সেফটি অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল হলদিয়ার কারখানা পরিদর্শকের দপ্তর। হলদিয়ার মোট ৪৫টি বড় ও মাঝারি কারখানা কর্তৃপক্ষকে এই চিঠি পাঠানো হয়েছে। গত ২১ নভেম্বর হলদিয়ার শিল্প সংস্থাগুলির সঙ্গে ঠিকা শ্রমিক নিয়োগ সংক্রান্ত বৈঠকের সময় প্রতি মাসে সেফটি অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। ১৫ ডিসেম্বরের মধ্যে নভেম্বর মাসের মান্থলি সুরক্ষা সংক্রান্ত রিপোর্ট জমা করতে বলা হয় সমস্ত সংস্থাকে। এরপরই তালিকা করে কারখানাগুলিকে দ্রুত চিঠি পাঠানোর তোড়জোড় শুরু হয়। গত ৬ ডিসেম্বর হলদিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ফ্যাক্টরিজের তরফে কারখানাগুলিকে চিঠি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে কারখানাগুলির সুরক্ষা রিপোর্ট জমা পড়বে কারখানা পরিদর্শকের দপ্তরে। এবার থেকে যৌথভাবে হলদিয়ায় সুরক্ষা সংক্রান্ত বিষয় দেখবেন হলদিয়ার কারখানা পরিদর্শক ও মহকুমা শাসক। কারখানা পরিদর্শক টেকনিক্যাল ও কারখানার সেফটি আইন সংক্রান্ত বিষয়টি দেখবেন। মহকুমা শাসকও সুরক্ষা ক্ষেত্রে প্রশাসনিক বিষয় তদারকি করবেন। তাঁরা বিষয়টি দেখার পর কোথায় কী ধরনের সমস্যা রয়েছে জেলাশাসককে জানাবেন। হলদিয়ার কারখানাগুলিকে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি এবার জেলাশাসককের নেতৃত্বে নজরদারি করবে কারখানা পরিদর্শক ও মহকুমা শাসকের টিম। হলদিয়ার বিভিন্ন কারখানায় কর্মরত অবস্থায় সম্প্রতি কয়েকজন শ্রমিকের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় প্রশাসন প্রশাসন উদ্বিগ্ন। শুধু অগ্নিদগ্ধ হওয়া নয়, কারখানার মধ্যে সুরক্ষার  ফাঁক গলে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। কারখানাগুলি সবসময় সেগুলি প্রকাশ করতে চায় না বলে অভিযোগ।

বুধবার হলদিয়া বন্দর এলাকায় একটি ভোজ্য তেল প সংস্থার পাইপলাইন মেরামতির কাজের সময় দুর্ঘটনায় ২ সুরজিৎ মান্না নামে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার ১০ ঘণ্টা পরও কারখানা পরিদর্শক বা মহকুমা প্রশাসন কিংবা শ্রমিক সংগঠন কারও কাছেই সে বিষয়ে সঠিক কোনও খবর ছিল না। ঠিক কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে তা জানতে গিয়ে কালঘাম ছোটে সকলের। সকাল ৯টায় ঘটনা ঘটলেও সন্ধে নাগাদ সবাই জানতে পারে। কারখানার স্থায়ী শ্রমিকদের পাশাপাশি হলদিয়ায় কর্মরত ঠিকা শ্রমিকরা দুর্ঘটনায় পড়লে সে বিষয়ে খবর বা দ্রুত চিকিৎসার জন্য আরও সমন্বয় প্রয়োজন বলে মনে করেন আইএনটিটিইউসির তমলুক জেলার সভাপতি শিবনাথ সরকার। হলদিয়ার ফ্যাক্টরি ইন্সপেক্টর দেবায়ন দে বলেন, জেলাশাসকের নির্দেশে ৪৫টি শিল্প সংস্থকে চিঠি পাঠানো হয়েছে। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে রিপোর্ট জমা করতে বলা হয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, শ্রমিকদের হেল্থ সেফটি, ইমারজেন্সি ব্যবস্থা, প্ল্যান্ট মেশিনারি সেফটি, অগ্নি সুরক্ষা সংক্রান্ত ৫৮ দফা বিষয়ে রিপোর্ট দিতে হবে প্রশাসনকে।



No comments