Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোস্টগার্ডের জওয়ানদের জন্য নতুন একটি কমপ্লেক্স তৈরি জন্য হলদিয়ায় নতুন ৮০টি ফ্ল্যাট তৈরির কাজ শেষের পথে

কোস্টগার্ডের জওয়ানদের জন্য নতুন একটি কমপ্লেক্স তৈরি জন্য হলদিয়ায় নতুন ৮০টি ফ্ল্যাট তৈরির কাজ শেষের পথে
উপকূল এলাকায় সমুদ্র ও নদীর দূষণ ঠেকাতে হলদিয়ায় পলিউশন রেসপন্স কমপ্লেক্স তৈরি হচ্ছে বলে জানালেন কোস্টগার্ডের ডিআইজি পঙ্কজ ভা…

 


কোস্টগার্ডের জওয়ানদের জন্য নতুন একটি কমপ্লেক্স তৈরি জন্য হলদিয়ায় নতুন ৮০টি ফ্ল্যাট তৈরির কাজ শেষের পথে


উপকূল এলাকায় সমুদ্র ও নদীর দূষণ ঠেকাতে হলদিয়ায় পলিউশন রেসপন্স কমপ্লেক্স তৈরি হচ্ছে বলে জানালেন কোস্টগার্ডের ডিআইজি পঙ্কজ ভার্মা(ওয়েস্টবেঙ্গল হেড)। হলদিয়া বন্দর সংলগ্ন এলাকায় জাহাজের গতিপথ ও বন্দরের ডক এরিয়ার আশেপাশে কীভাবে তেল দূষণের হাত থেকে নদীর বাস্তুতন্ত্র ঠিক রাখা যায় সেবিষয়ে বুধবার দিনভর বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করে কোস্টগার্ড। ওই আলোচনায় কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থা অংশ নেয়। বন্দরের ডক এলাকার মধ্যে হাতেকলমে দূষণ নিয়ন্ত্রণের প্রশিক্ষণও দেওয়া হয়। নদীতে ক্রুড অয়েল বা অন্যান্য তেল ছড়িয়ে গেলে কীভাবে দূষণ রোখা যায় তার প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষ ভেসেলের মাধ্যমে। 

কোস্টগার্ড সূত্রে জানা গিয়েছে, হলদিয়া কোস্টগার্ডে পেট্রলিং জাহাজ দাঁড়ানোর জন্য ১০০ কোটি টাকা ব্যয়ে কংক্রিটের জেটি তৈরি হয়েছে। এপ্রিলের গোড়ায় ওই জেটির সূচনা করেন ইন্ডিয়ান কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল ভিএস পাথানিয়া। এছাড়া আজাদহিন্দ নগর এলাকায় কোস্টগার্ডের ক্যাম্পাস আরও বাড়ানো হচ্ছে। ওই এলাকায় ডিফেন্স জোন তৈরি হচ্ছে। ডিফেন্স সিকিউরিটি কোরের জওয়ানদের জন্য বিশেষ ক্যাম্পাস গড়ে উঠছে। এছাড়া বালুঘাটায় হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে কোস্টগার্ড জমি পেয়েছে। উপকূল এলাকায় বিপর্যয় মোকাবিলার জন্য বালুঘাটায় কোস্টগার্ডের হেলিপ্যাড তৈরির কাজ শুরু হবে। কোস্টগার্ডের জওয়ানদের জন্য নতুন একটি কমপ্লেক্স তৈরি হচ্ছে। এখানে নতুন ৮০টি ফ্ল্যাট তৈরির কাজ শেষের পথে।

No comments