Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দর শ্রমিক-কর্মচারীদের সর্বভারতীয় সম্মেলন আজ শুরু হলদিয়ায়

বন্দর শ্রমিক-কর্মচারীদের সর্বভারতীয় সম্মেলন আজ শুরু হলদিয়ায়
 হলদিয়া, ১৪ ডিসেম্বর— কেন্দ্রের বিজেপি সরকারের রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণের নীতি নিয়েছে। সেই প্রেক্ষিতে সারা ভারত রাষ্ট্রায়ত্ত বন্দর শিল্পসহ সমস্ত জলপথ পরিবহণ …

 




বন্দর শ্রমিক-কর্মচারীদের সর্বভারতীয় সম্মেলন আজ শুরু হলদিয়ায়


 হলদিয়া, ১৪ ডিসেম্বর— কেন্দ্রের বিজেপি সরকারের রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণের নীতি নিয়েছে। সেই প্রেক্ষিতে সারা ভারত রাষ্ট্রায়ত্ত বন্দর শিল্পসহ সমস্ত জলপথ পরিবহণ বেসরকারিকরণ করতে উদ্যত। ৯টি বৃহৎ বন্দর ও ৩১টি লাভজনক অপারেশনাল ক্ষেত্র ২৫ সালের মধ্যে সরকার বেসরকারিকরণ করবে ঘোষণা করেছে। এরকম সন্ধিক্ষণে লড়াই সংগ্রামের ঐতিহ্যশালী শিল্পনগরী হলদিয়ায় আগামী ১৪-১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলছে বন্দর শ্রমিক-কর্মচারীদের সর্ববৃহৎ সংগঠন ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়ার (সিআইটিইউ) সম্মেলন। দু'দিনব্যাপী এই সম্মেলনে পারাদ্বীপ, মুম্বাই, কোচিন, চেন্নাই, ভাইজাক, টিউটিকোরিন সহ ভারতের সমস্ত বন্দর থেকে শ্রমিক প্রতিনিধিরা এসেছেন। সম্মেলনের শেষ দিন ১৫ ডিসেম্বর হলদিয়া টাউনশিপে অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ। বক্তব্য রাখবেন সিআইটিইউ'র সাধারণ সম্পাদক তপন সেন, গণতান্ত্রিক আন্দোলনের নেতা মহম্মদ সেলিম, সুভাষ মুখোপাধ্যায়, রবীন দেব, নরেন্দ্র রাও সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন সি ডি নন্দকুমার।

সম্মেলন ও প্রকাশ্য সমাবেশকে সফল করতে হলদিয়ায় চলছে চূড়ান্ত প্রস্তুতি। গত একমাস ধরে বন্দরনগরীতে নানা কর্মসূচি পালিত হয় সম্মেলন সফল করার জন্য।

No comments