শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরপ্রধানের জামিনের আবেদনে নাকচ হল হাই কোর্টেওপুরপ্রধানের জামিনের আবেদনে নাকচ হল হাই কোর্টেও। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত হলদিয়ার প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদককে সরকারি অর্থ তছরুপ, তথ্যলোপাট ও প্র…
শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরপ্রধানের জামিনের আবেদনে নাকচ হল হাই কোর্টেও
পুরপ্রধানের জামিনের আবেদনে নাকচ হল হাই কোর্টেও। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত হলদিয়ার প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদককে সরকারি অর্থ তছরুপ, তথ্যলোপাট ও প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে সুতাহাটা থানার পুলিশ।
শ্যামল এর আগে হলদিয়ার ভবানীপুর থানার একটি মামলায় হাই কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন। তবে সেই মামলায় ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয় শ্যামলকে। গত ১০ ডিসেম্বর সেইমতো তিনি যখন ভবানীপুর থানায় হাজিরা দিতে গিয়েছিলেন, তখনই সুতাহাটা থানার পুলিশ অন্য একটি মামলায় তাঁকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে বর্তমানে জেল হেফাজতে আছেন শ্যামল। তমলুকের বিশেষ আদালতে জামিন না পেয়ে তিনি কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন। শুক্রবার১৬ ডিসেম্বর ছিল এই মামলার শুনানি। আইনজীবী সূত্রে খবর, হাই কোর্টের পর্যবেক্ষণ, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে যে প্রমাণগুলি উঠে এসেছে, প্রাথমিকভাবে তার মধ্যে সারবত্তা রয়েছে। তাই আদালতের নির্দেশ, তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে শ্যামলকে। হেফাজতে নেওয়ার জন্য তদন্তকারী সংস্থা সংশ্লিষ্ট আদালতে আবেদনও জানাতে পারে। আগামী২২ ডিসেম্বর হাই কোর্টে রিপোর্ট জমা দিতে বা হয়েছে তদন্তকারী সংস্থাকে। উল্লেখ্য, তৃণমূলে থাকাকালীনই হলদিয়া শহরের পুরপ্রধান ছিলেন শ্যামল। পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পরে তিনিও তৃণমূল ছাড়েন। শ্যামল বর্তমানে বিজেপিতেই রয়েছেন। গেরুয়া শিবিরের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাঁকে মামলায় ফাঁসানো হচ্ছে। পাল্টা তৃণমূলের বক্তব্য, দুর্নীতির তদন্তে পদক্ষেপ হচ্ছে।
No comments