ফের গ্যাস সিলিন্ডার ফেটে মিষ্টি দোকানে আগুন
গত কয়েকদিন আগেই মা মাটি মানুষের সরকারের পৌর নগর উন্নয়নমন্ত্রী হাত ধরে হলদিয়া দুর্গাচকে ইকো হেল্থ পার্কে উদ্বোধন হয়েছিল সেই পার্কের সামনেই খাওয়ার দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে ভ…
ফের গ্যাস সিলিন্ডার ফেটে মিষ্টি দোকানে আগুন
গত কয়েকদিন আগেই মা মাটি মানুষের সরকারের পৌর নগর উন্নয়নমন্ত্রী হাত ধরে হলদিয়া দুর্গাচকে ইকো হেল্থ পার্কে উদ্বোধন হয়েছিল সেই পার্কের সামনেই খাওয়ার দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে ভষ্মীভূত হয়েছিল দুটি মোটর বাইক। পুনরায় সেই ঘটনা ঘটলো হলদিয়া টাউনশিপ সিপিটি মার্কেটে।আগুনে পুড়ল মিষ্টি তৈরীর কারখানা।শুক্রবার ১৬ ই ডিসেম্বর হলদিয়া টাউনশিপে মিনি মার্কেটের ঘটনা। গ্যাস সিলেন্ডার ফেটে হঠাৎ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার দোকানদাররা । হলদিয়া বন্দরের দমকল গিয়ে আগুন নেভায়।গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছেন দমকল আধিকারিকরা।তবে হতাহতের কোনো খবর নেই।
No comments