Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ‍্যামল আদককে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ

শ‍্যামল আদককে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ
হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ‍্যামল আদককে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ । সোমবার ১৯ শে ডিসেম্বর সন্ধ্যায় পুরসভার এক নম্বর ওয়ার্ডে সুতাহাটা বাজার লাগোয়া জায়গার ঘটনা । বেআইনি নি…

 



শ‍্যামল আদককে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ


হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ‍্যামল আদককে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ । সোমবার ১৯ শে ডিসেম্বর সন্ধ্যায় পুরসভার এক নম্বর ওয়ার্ডে সুতাহাটা বাজার লাগোয়া জায়গার ঘটনা । বেআইনি নির্মাণ প্রকল্প এবং তাতেও আর্থিক অনিয়মের অভিযোগ ছিল । সরকারি জমিতে অনুমতি না নিয়ে নয়ানজুলি ভরিয়ে সুতাহাটা বাজার লাগোয়া অটো-টোটো স্ট‍্যাণ্ড   এবং কিছু স্টল তৈরীর প্রকল্পে  দু'বার টাকা খরচ দেখানোর অভিযোগ রয়েছে । ঘটনায় ওই ওয়ার্ডের কাউন্সিলর সত‍্যব্রত দাস এবং কায়ূম মল্লিক নামে এক ঠিকাদার জেল হেফাজতে আছেন । সেই ঘটনায় শ‍্যামল জড়িত বলে পুলিশের হাতে তথ‍্য প্রমাণ উঠে এসেছে । তারই প্রেক্ষিতে পুলিশি জেরা পর্বে প্রাক্তন পুর-প্রধানকে নিয়ে ঘটনার পুনর্নিমাণ হয়েছে ।

হলদিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সুতাহাটা বাজার সংলগ্ন একটি সরকারি জায়গায় নয়নজুলি ভরিয়ে অটো-টোটো স্ট‍্যাণ্ড তৈরী প্রকল্পে অনিয়মের মামলায় ধৃত শ‍্যামল আদক কে গত ১০ ডিসেম্বর শনিবার রাতে গ্রেফতার করেছিল সুতাহাটা থানার পুলিশ।অভিযোগ হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদে থাকাকালীন শ্যামল আদক সুতাহাটায় টোটো-অটো স্ট্যাণ্ড তৈরিতে একই কাজ দেখিয়ে দু'বার টাকা তুলেছিল।সেই অভিযোগ করেছিলেন সুতাহাটার কৃষ্ণনগরের বাসিন্দা কমলেশ চক্রবর্তী। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ সুতাহাটায় সেই জায়গায় নিয়ে গোটা এলাকা ঘুরে তথ্য জানতে চাওয়া হয় শ্যামল আদক কে।

No comments