Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলেশুরু হল গান্ধীমেলা

মহিষাদলেশুরু হল গান্ধীমেলা২৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় মহিষাদলের এক্তারপুর গান্ধীমেলার সূচনা করলেন রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক সৌমেন মহাপাত্র। ১৯৪৫ সালের ২৫ডিসেম্বর মহিষাদলে গান্ধীজি পদার্পণ করেছিলেন।…



মহিষাদলেশুরু হল গান্ধীমেলা

২৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় মহিষাদলের এক্তারপুর গান্ধীমেলার সূচনা করলেন রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক সৌমেন মহাপাত্র। ১৯৪৫ সালের ২৫ডিসেম্বর মহিষাদলে গান্ধীজি পদার্পণ করেছিলেন। সেই স্মৃতি উপলক্ষে প্রতিবছর বড়দিনে এই মেলা শুরু হয়। এক্তারপুরের গান্ধীকুটিরে পাঁচদিনের মেলার আয়োজন করা হয়। এদিন মেলার সূচনা অনুষ্ঠানে বিধায়ক তিলক চক্রবর্তী, আঞ্চলিক ইতিহাস গবেষক ও প্রবীণ অধ্যাপক হরিপদ মাইতি উপস্থিত ছিলেন। গান্ধী মেলা উপলক্ষে ছোট আকারে গ্রামীণ মেলা বসেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মহিষাদল রাজবাড়ির পাশাপাশি স্বাধীনতার ইতিহাসের স্মৃতি বিজড়িত গান্ধী কুটির স্মারককে ঘিরে পর্যটক টানার উদ্যোগ নেওয়া হোক। দু'দশকের বেশি সময় ধরে এনিয়ে প্রশাসনের তরফে প্রতিশ্রুতি দেওয়ার পরও কংক্রিটের ব্রিজ ছাড়া কিছুই হয়নি বলে অভিযোগ। গান্ধী কুটিরের সৌন্দর্যায়ন ও সামনের হিজলি টাইডাল ক্যানেল নিয়মিত সংস্কারের দাবিও রয়েছে। এদিন উদ্বোধনের সময় যেভাবে গান্ধী কুটির প্রাঙ্গণে পুলিস ভ্যান দাঁড়িয়েছিল, তাতে আশ্রমের পবিত্রতা নষ্ট হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মানুষজন। 

No comments